চোখ কান মন দেখে তিনজন - আলী হোসেন এই বিষয়ে লেখকের একটি জনপ্রিয় ছড়া পড়ুন এখানে সাধারণ ভাবে আমরা যা দেখি তা সবসময় ঠিক হয়না। যেমন ধরুন, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে - সাদা চোখে এটাই আমরা দেখি। অথচ আসল সত্য ঠিক এর উল্টো। তেমনি আমাদের চোখ কয়টা - এ প্রশ্ন করলে সবাই সবিস্ময়ে উত্তর দেবে, কেন, দুটো! কিন্তু আসলে কি তাই? সাধারণ ভাবে দেখলে এটাই সত্যি বলে মনে হয়। আসলে আমাদের চোখ হলো তিনটি। কিভাবে? আচ্ছা, আপনি শিবের ত্রিনয়নের কথা শুনেছেন? শিবের কপালের দিকে তাকালে দেখবেন, তার কপালের ঠিক মাঝখানে একটি চোখ আঁকা আছে। ওটাই তার তৃতীয় নয়ন। কেউ কেউ হয়তো ভাবতে বসেছেন, এবার আমি হিন্দু ধর্মের কীর্তন করতে বসেছি। যারা আমাকে নিয়মিত পড়েন, তারা জানেন কোনো ধর্মের কীর্তন করা আমার কাজ না। ওসব করার জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই। এখন তো এদের বাড়বাড়ন্ত-এর সময় চলছে। আমি বাড়বাড়ন্ত-এর দলে নই, বাড়ন্তের দলে। ভনিতা থাক। আসুন আসল কথায় আসি। আসলে আমাদের চোখ দুটোই। কিন্তু এই দুটো চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই না। বিষয়টি আমি দুভাগে ভাগ করে বলতে চাই। এক। ধরুন, আপনি ক্লাসে আছেন। শিক্ষক ক্লাস নিচ্ছেন। কিছু বোঝাচ্ছেন। ...
ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...