Moti Lal Deb Nath সরে গেলে, উইপোকার দাপট বেড়ে যাবে। তাদের সামলাবে কে? আমার মতে, খুবই ভুল সিদ্ধান্ত। শরীর না পারলে আলাদা কথা। আমরা যতই নিন্দামন্দ করি না কেন, এটা কিন্তু জনগণের একটা মিডিয়া। যেখানে কর্পোরেটদের নিয়ন্ত্রনটা অনেকটাই সীমাবদ্ধ। টেলিভিশন দেখা বন্ধ করে দিন। ক্ষতি নেই। কিন্তু ফেসবুক ছাড়বেন না। প্লিজ। আপনার কথা গদি মিডিয়া মানুষের কাছে পৌছানোর দায়িত্ব নেবে না। কিন্তু এখানে কিছুটা হলেও আপনি আপনার কথা আপনার মত করে শেয়ার করতে পারবেন। কোন প্রতিক্রিয়া না জানালেও জানবেন, অনেক মানুষই দেখছেন আপনাকে। পড়ছেনও। মনে রাখবেন, আপনি সরে গেলেও উইপোকা কিন্তু সরে যাবে না। সাধারণ মানুষের কাছে কিন্তু এই মিডিয়া গদি মিডিয়ার চেয়েও শক্তিশালী। আপনাদের মত মানুষ এখানে না থাকাটা দেশ ও জাতির জন্য ক্ষতিকারক হবে। প্রচুর মানুষ কিন্তু এই মিডিয়াকে ফলো করে। এখানে নিজের মনের কথা বলার সুবিধা আছে বলে তারা এখানে আসেন কথা বলেন। আপনি ছেড়ে গেলে উইপোকা গুলো তাদের মাথা খাবে। উইপোকা কিন্তু ফেইসবুক ছাড়বে না ভেবে দেখার অনুরোধ রাখলাম। বিচক্ষণ মানুষ আপনি। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। এ প্রসঙ্গে জানতে এ...
ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...