Di Ansar Ali হ্যা, পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করতে হয়।
কিন্তু মাথায় রাখতে হয়, তাতে আমার সত্যিই কোনো লাভ হচ্ছে কিনা। এবং তার অদূর ও সুদূরপ্রসারী ফলাফল প্রগতিশীল চিন্তাচেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা মোটেই যুক্তিযুক্ত নয় বলেই মনে হয়। কারণ, তাতে পরের যাত্রা হয়তো ভঙ্গ হয়, কিন্তু নিজের শরীরে ভয়ঙ্কর ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার দখলদারি বেড়ে যেতে পারে।
আমার মনে হয়, এই হিসাবটা ঠিকঠাক না করতে পারলে পরিস্থিতি অনুকূলে আসার পরিবর্তে প্রতিকূলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
এক্ষেত্রে 'দশচক্রে ভগবান ভুত হওয়ার' বিষয়টিও মাথায় রাখার প্রয়োজন খুব বেশি বলেই আমি মনে করি।
যারা প্রগতিশীল নয়, বলে এতদিন বলে আসছি তারা যদি হঠাৎ করে প্রগতিশীল হয়ে ওঠে তবে, তো প্রশ্ন উঠবেই। তাই না?
এখন যদি প্রগতিশীলরা তাদের যুক্তিবাদী চিন্তাচেতনা দ্বারা অপ্রগতিশীলদের নিজের মতের অনুসারী করে তুলতে পারে এবং নিজের নাককেটে অপরের যাত্রাভঙ্গের সাথে সাথে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলিকেও প্রতিহত করে তবে তা সাধুবাদ যোগ্য। তবে, কাজটি যে খুবই কঠিন একথা ভুললে তার মাশুল দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।
যদিও আগাগোড়াই এর বলি (মাশুল দেওয়া) হয়ে আসছেন সাধারণ মানুষই; এসব নীতিনির্ধারকরা নয়।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
আরোও দেখুন YourQuate-এ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন