শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার প্রভাব
দেশের বড় বড় বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বেদ ও পুরাণসহ ধর্মশাস্ত্র পড়ানোর ধুম লেগেছে তাতে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মত অশিক্ষার কানাগলিতে ঢুকে যাবে। এভাবে চলতে থাকলে,বলা ভালো যেতে বাধ্য হবে।শিবপুর আই আই ই এস টি তে যেভাবে বেদ ও পুরাণ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাতে এই আশঙ্কা প্রকট হয়ে উঠছে।
সেই সঙ্গে গোলওয়ালকরের ছবি ও বই রেখে যেভাবে বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মতাদর্শকে হাইলাইট করা হচ্ছে তাতে ভারতের ভবিষ্যত দুর্দশার রূপটি স্পস্ট হয়ে উঠছে।
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন
ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে
ধর্ম শিক্ষা তো দেওয়া হয় না....... ধর্মের নামে ব্যবসা শিক্ষা দেওয়া হয়। ভারতে হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়ানো খুবই জরুরী।
উত্তরমুছুনআমার মনে হয় না তাতে কোন লাভ হবে। কারণ, ধর্ম ও প্রাতিষ্ঠানিক ধর্মের পার্থক্য খুঁজে বের করা এবং তাকে অনুধাবন করা কঠিন কাজ। এর জন্য আধুনিক ও যুক্তিবাদী চিন্তা চেতনার অধিকারী হতে হয়। কতজন মানুষ এই সময় দিতে পারবেন বলা মুশকিল। পেটের ক্ষুধা মেটাতেই ভারতীয় জনগনকে জীবনের সিংহভাগ সময় ব্যয় করতে হয়। তাই...!
মুছুন