সন্তান পালনের পিতা-মাতার দায়িত্ব
একজন আগুনে হাত দেওয়ার চেষ্টা করছে। অন্যজন বিষ পান করতে যাচ্ছে।সামনে থাকা পিতা এটা দেখছেন। দুজনকেই বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। শেষমেষ চুপ করে গেলেন।
অন্যজন তাদের মাতা। নিষেধ করছেন,বোঝাচ্ছেন। শেষমেষ আগুনে হাত দিতে যাওয়া ছেলেটাকে ছেড়ে দিলেন এবং বিষপান করতে যাওয়া সন্তানকে ঠাস করে সপাটে চড় কষিয়ে বিষের শিশিটা কেড়ে নিলেন।
তিনটি প্রশ্ন :
১) মা কাকে বেশি ভালোবাসেন?
২) কে বেশি শিক্ষিত,পিতা না মাতা?কেন?
৩) সন্তানের প্রতি ভালোবাসায় কে কতটা ঠিক? কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন