সহজ কথা কঠিন করে বলা সহজ কথা কঠিন করে বলা যত কঠিন, কঠিন কথা সহজ করে বলা তার চেয়েও বেশি কঠিন। উৎস : YourQuote , ফেসবুক Rita Basu : কবিগুরু ই বলেছেন, "বিদ্যা হল সহজ আর শিক্ষা হল কঠিন। " Rita Basu ঠিক। আমরা কিন্তু এই দুটো বিষয়কে এক করে ফেলি। আদতে যে এই দুটির মধ্যে পার্থক্য আছে আমরা অনেকেই বুঝতে পারিনা। বিদ্যা আসলে বাহন। তাকে ব্যবহার করে মানুষ সহজে শিক্ষার অঙ্গনে পৌঁছায়। অর্থাৎ বিদ্যা কঠিন কাজকে (শিকার আঙিনায় পৌঁছনোর কাজ) সহজ করে দেয়। প্রসঙ্গত বলি : আমরা অধিকাংশ মানুষ শিক্ষাকেন্দ্র থেকে বিদ্যাটাই কেবল গ্রহণ কবি, (এখন তো ক্রয় / বিক্রয় করি) এবং তারপর হাতগুটিয়ে বিদ্যার দোকান খুলে বসি অথবা তাকে দেখিয়ে পাকাপাকি আয়ের ব্যবস্থা করে বসে থাকি। ফলে তাকে বাহন করে শিক্ষা অর্জন করা আমাদের আর হয়ে ওঠে না। বলা ভালো চেষ্টাও করিনা। রবীন্দ্রনাথ এটাকে বেশ সুন্দর উপমা দিয়ে বলেছিলেন, 'আমরা বিদ্যাকে বহন করিয়াই চলিলাম, তাকে বাহন করিতে পারিলাম না।' তবে আমি এখানে একটু ভিন্ন বিষয়ে দৃষ্টিপাত করেছি। কোনো বিষয় অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কে কতটা পারদর্শী এবং কোনটা কতটা সহজ তা বলার চেষ্টা...
ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...