সহজ কথা কঠিন করে বলা যত কঠিন, কঠিন কথা সহজ করে বলা তার চেয়েও বেশি কঠিন।
Rita Basu :
কবিগুরু ই বলেছেন, "বিদ্যা হল সহজ আর শিক্ষা হল কঠিন। "
Rita Basu ঠিক। আমরা কিন্তু এই দুটো বিষয়কে এক করে ফেলি। আদতে যে এই দুটির মধ্যে পার্থক্য আছে আমরা অনেকেই বুঝতে পারিনা। বিদ্যা আসলে বাহন। তাকে ব্যবহার করে মানুষ সহজে শিক্ষার অঙ্গনে পৌঁছায়।
অর্থাৎ বিদ্যা কঠিন কাজকে (শিকার আঙিনায় পৌঁছনোর কাজ) সহজ করে দেয়।
প্রসঙ্গত বলি : আমরা অধিকাংশ মানুষ শিক্ষাকেন্দ্র থেকে বিদ্যাটাই কেবল গ্রহণ কবি, (এখন তো ক্রয় / বিক্রয় করি) এবং তারপর হাতগুটিয়ে বিদ্যার দোকান খুলে বসি অথবা তাকে দেখিয়ে পাকাপাকি আয়ের ব্যবস্থা করে বসে থাকি। ফলে তাকে বাহন করে শিক্ষা অর্জন করা আমাদের আর হয়ে ওঠে না। বলা ভালো চেষ্টাও করিনা।
রবীন্দ্রনাথ এটাকে বেশ সুন্দর উপমা দিয়ে বলেছিলেন, 'আমরা বিদ্যাকে বহন করিয়াই চলিলাম, তাকে বাহন করিতে পারিলাম না।'
তবে আমি এখানে একটু ভিন্ন বিষয়ে দৃষ্টিপাত করেছি। কোনো বিষয় অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কে কতটা পারদর্শী এবং কোনটা কতটা সহজ তা বলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, কোনো বিষয়কে সহজেই দুর্বোধ্য করে তুলতে সবাই পারে, সহজেই পারে। কিন্তু দূর্বোধ্য বিষয়কে সহজ করে তুলে ধরতে আমরা সবাই অত সহজে পারিনা। এটা অনেকের কাছেই বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়।
এটাই আমার বক্তব্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন