নিন্মবর্গের মানুষ কীভাবে পিছিয়ে পড়েছেন? পাঠকের মত ও তার উত্তর - ৩ Abunafiz Abunafiz মতামত দেয়ার জন্য ধন্যবাদ। কোন বিষয়ে সবাই একমত হবেন এটা অবাস্তব কল্পনা। তাই সে কল্পনা আমি করি না। আপনার যেমন মনে হয়েছে, আপনি তেমন বলেছেন। তা বলার অধিকার আপনার আছে। তাই ক্ষমা করার প্রসঙ্গ অবান্তর। তবে ইতিহাসে যা আছে বলে বলছেন, তা আসলে ইতিহাস না। ইতিহাসের নামে বানানো গল্প। সে গল্প আপনি বিশ্বাস করতে পারেন, আবার নাও পারেন। আমি করি না। কারণ কোন বিচ্ছিন্ন ঘটনাকে সার্বিক বলে মনে করা ঠিক নয়। কিছু কথা বলেছেন আপনি আপনার আবেগের জায়গা থেকে। ইতিহাসে কোন আবেগের জায়গা নেই। মা বোনদের বিক্রি করা কিংবা নিলামে তোলা কোন ঐতিহাসিক সাধারণ ঘটনা নয়। স্বাধীনতা আন্দোলনে মুসলমানদেরকে কী ভূমিকা আছে তা ইতিহাস সচেতন মানুষ সবাই জানে। আমিও জানি। কিন্তু এই প্রবন্ধের উদ্দেশ্য তো সেটা প্রমাণ করা নয়। তাই তা বলা নেই এখানে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুযোগ সন্ধানী। আমার মনে হয় সুযোগ সন্ধান না করাটা বোকামি। তবে তা সততার সঙ্গেই করা উচিত। আমি মানুষকে উচুবর্ণ নিচু বর্ণ হিসেবে দেখিনা। মানুষের মধ্যে বর্ণভেদকে আমি মানি না। তথাকথিত উচুব...
ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...