Bashisthadev Thakur কেমন স্ববিরোধী হয়ে গেল না সাথি, আপনার মতামত? প্রথমে বললেন আমার কথাটা ফালতু। আবার যুক্তি দিতে গিয়ে আমার কথাটাই তো তুলে আনলেন।
ঠিক বুঝলাম না। কি বোঝাতে চাইলেন।
বৌদ্ধ ধর্ম ভারতের সমাজবিন্যাস পাল্টায়নি? বলুন পাল্টে গেছে সেটা আপনার নজরে পড়েনি। 'অষ্টাঙ্গিক মার্গে'র কথা পড়েননি? যদিও পরিবর্তিত সমাজবিন্যাস বোঝার মত অবস্থায় বর্তমানে বৌদ্ধ ধর্ম নেই। ব্রাহ্মণ্য ধর্মের আক্রমণের মুখে তা তো সেই কবেই দেশছাড়া হয়ে গেছে। তাই না দেখতে পাওয়াটাই স্বাভাবিক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যান, দেখতে পাবেন বৌদ্ধ ধর্মের সমাজ বিন্যাস কেমন?
বৌদ্ধধর্ম কোন রিলিজিয়ান ছিল না? কীভাবে বলছেন? 'হীনযান' 'মহাজানে'র কথা পড়েননি? খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী আন্দোলনের ইতিহাস জানেন না? শুধু বৌদ্ধ ধর্ম না, ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদে সেই সময় ৬০টিরও বেশি ধর্ম সম্প্রদায়ের জন্ম হয়েছিল। শেষ পর্যন্ত টিকে আছে দুটো। তাও তাদের এদেশে ঠাঁই হয়নি। এখনো ভারতের যেখানে যেখানে ছড়িয়ে-ছিটিয়ে বৌদ্ধ ধর্মের মানুষ আছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই এর উত্তর পেয়ে যাবেন।
পূর্ববঙ্গে ইসলাম প্রসারের কারণ হিন্দু ধর্মের শোষণ নয়? কী বলছেন! শুধুমাত্র শোষণ নয় - এ কথা ঠিক। তবে শোষণ নয়, বলছেন কি করে? শোষণ আর অত্যাচার ছাড়া 'মতুয়া সম্প্রদায়ে'র উৎপত্তি হতো? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব হতো বাংলার মাটিতে?
ইসলাম ধর্মের প্রচারে এবং প্রসারে আরব ব্যবসায়ীদের প্রভাব রয়েছে ঠিক। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ক্ষেত্র তৈরি না থাকলে আরবীয় চাষিরা যতই বীজ বুনুন না কেন, তা থেকে গাছ জন্মাতো না। ক্ষেতটা তৈরি করেছেন ব্রাহ্মণ্যবাদীরাই। এটাতো ঐতিহাসিক সত্য। আপনার কথাতেই তো তার ইঙ্গিত রয়েছে।
আর 'চৈতন্যদেবের মত কেউ পূর্ববঙ্গে জন্মাননি' মানে? চৈতন্যদেব যখন আবির্ভূত হয়েছিলেন, বাংলার মাটিতে, তখন কি বাংলা ‘পশ্চিমবঙ্গ’ আর ‘বাংলাদেশ’ এই দুই ভাগে বিভক্ত ছিল? পুরোটাই তো বাংলা ছিল! উড়িষ্যায় তার প্রভাব পৌঁছে গেল, আর সারা বাংলায় তা পৌঁছল না? কেন? এই কেন-এর উত্তর খুঁজুন আপনিই জেনে যাবেন আসল রহস্য।😄😄
এগিয়ে যাওয়ার জন্য যোগ্য নেতা থাকাটাই একমাত্র শর্ত নয়। আপনি তো বলেছেন, আম্বেদকর কাশীরাম-এর মত নেতৃত্বে দলিতরা মূল স্রোতে ফিরেছেন। হ্যাঁ কিছু মানুষ তো ফিরেছেন। কিন্তু বেশিরভাগটাই তো যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গেছেন। নেতা তৈরি হতে গেলে তো চিন্তায়-চেতনায় শিক্ষায়-দীক্ষায় আগে উন্নত হতে হয়। এবং বংশপরম্পরায় সেই ধারা অব্যাহত থাকার প্রয়োজন হয়। তবেই তো নেতার জন্ম হবে এবং নেতৃত্ব দেবে। সেটাই তো হয়নি। যুগ যুগ ধরেই হয়নি। তাইতো পিছিয়ে থাকা। সে পিছিয়ে থাকার কারণটাই আমি বলার চেষ্টা করেছি। আর একবার পড়ে দেখুন তো? সেটাই বলেছি কিনা? দেখবেন সেটাই বলেছি।
ধন্যবাদ, সময় করে পড়া আর মতামত দেওয়ার জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন