নেতাজিকে তাড়াতে যাঁরা উঠে পড়ে লেগেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন তাঁরাই এখন বিজেপি নেতা অথবা তাঁরাই এখন বিজেপির আদর্শ পুরুষ। আর এঁরাই কংগ্রেসের মধ্যে থেকে সুভাষকে তাড়ানোর ব্লুপ্রিন্ট করেছিলেন।
মনে রাখতে হবে আজকের বিজেপির পূর্বপুরুষরা সবাই কংগ্রেসের মধ্যেই ঘাপটি মেরে থেকে কলকাঠি নেড়ে নেতাজিকে সরিয়েছেন। তাই দোষ কংগ্রেসকে দিলে তার ভাগ বিজেপিকেও নিতে হবে বন্ধু। এটাই সার্বিক ইতিহাস।
বিজেপি কেঁটেছেটে ইতিহাস প্রচার করে। যেটুকু ওদের রাজনীতির পক্ষে যায় সেটুকুই বলে। এটা খুবই হাস্যকর ও দেশের ঐক্য ও সংহতির জন্য বিপদজনক।
উৎস : ফেসবুক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন