ধর্ম আর রাজনীতি, আলাদা বিষয়। ধর্মের ভিত্তি ধর্মগ্রন্থ আর রাজনীতির সংবিধান। আবার এই ধর্মগ্রন্থের ভিত্তি হচ্ছে বিশ্বাস। অন্যদিকে সংবিধানের ভিত্তি তথ্য, যুক্তি ও কার্যকারণ সম্পর্ক। তাই দুটোর অবস্থান দুই মেরুতে।আজকের পৃথিবীতে তাদের সহাবস্থান অসম্ভব। এটা আগে বুঝতে হবে আব্বাসকে সিদ্দিকীকে। গুলিয়ে ফেললেই সমস্যা। মনে রাখতে হবে, এদুটো আসলে একসঙ্গে চালানো যায় না। আধুনিককালে তো নয়ই।
এ'দুটোকে মেলানোর চেষ্টা করছেন বলেই শিক্ষিত মানুষেরা বিজেপিকে সমর্থন করেন না। একই কারণে ISF ও আব্বাস সিদ্দিকীকে সমালোচনার মুখে পড়তে হবে। রাজনৈতিক আন্দোলনের আগে মুসলিম সমাজে আধুনিক ও যুক্তিবাদ ভিত্তিক শিক্ষা আন্দোলন জরুরি। উপযুক্ত শিক্ষা ছাড়া কোনো জনগোষ্ঠীর সত্যিকারের উন্নতি সম্ভব নয়।
আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে বাহুবল নয়, শিক্ষাবলই প্রকৃত বল। তার সঞ্চয় যদি না বাড়ানো যায়, তবে রাজনীতিতে কিছু আসন হয়তো তাৎক্ষনিক ভাবে পাওয়া যাবে, কিন্তু তা দিয়ে সত্যিকারের উন্নয়ন কখনই সম্ভব নয়।
জগৎ চলে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে, যা যুক্তি নির্ভর একটি প্রক্রিয়া। বিশ্বাস সেখানে অকার্যকর। মানুষের মন ছাড়া এই বিশ্বাস জগতব্যাপি কোনো প্রভাব রাখে না। সুতরাং তাকে দিয়ে জগতের কোনো কিছুকেই (শিক্ষা বিমুখ মানুষের মন ছাড়া) নিয়ন্ত্রণ করা যায় না।
এখন আমার অনুগামী কিংবা সহযোগীরা যদি বিশ্বাসের ওপর ভর করে কিছু করতে যায়, তবে তা বিশৃঙ্খলার সৃষ্টি করবে অথবা যথাযথ ভাবে তা কার্যকর হবে না। কারণ, বিশ্বাসের কোন সার্বজনীন রূপ নেই। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে না জন্মালেও, বেড়ে ওঠে ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়েই। সে কারণেই বিশ্বাস সৃষ্টিশীল হয়ে উঠতে পারে না। বরং অনেক সময় তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এদেশে বাবরি মসজিদ ভেঙে ফেলা ও আফগানিস্তানে বৌদ্ধ মূর্তি ও উপাসনালয় ভেঙে ফেলা তার জলজ্যান্ত উদাহরণ।
তাই, তাদের দ্বারা পরিচালিত কাজকর্মের মধ্যে সাফল্যের পরিমান কমতে বাধ্য। বিজেপির অসাফল্যেরও এটা একটা অন্যতম কারণ।
সুতরাং, আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা একটা ঐতিহাসিক আন্দলনের হাতিয়ার হতে পারে, যদি তিনি তা পিছিয়ে পড়া মানুষের শিক্ষার আলোয় নিয়ে আসার কাজে ব্যবহার করেন। সত্যিকারের সমাজ সংস্কারক হয়ে উঠতে পারেন। যদি তিনি এই জনপ্রিয়তাকে শুধুমাত্র নিজের ক্ষমতায়নের কিংবা তাঁর কথায়, 'কিংমেকারের ভূমিকায়' থাকার বাসনা দ্বারা চালিত হয় তবে তা ব্যর্থ হবে। হবেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন