গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তা
গনতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দ্যেশ্যই হল রাজনৈতিক ক্ষমতা দখলের ক্ষেত্রে মানুষের মৃত্যু বন্ধ করা। মানুষের মৃত্যুর বিষয়টি প্রাচীন ও মধ্যযুগীয় ধ্যানধারণা। সেটা যদি বারবার ফিরে আসে হয়, তবে তো মানতেই হবে দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ এবং অযোগ্য।
আর নিজ দলের কর্মীর দ্বারা নিজ দলের কর্মীর মৃত্যুর ঘটনা তো সেই দলের নেতৃত্বের সাংগঠনিক অযোগ্যতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সংগঠনের মধ্যে গণতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে অজ্ঞতা রয়েছে ভয়ংকরভাবে, এটাও স্পষ্ট। এটা বন্ধ করার ক্ষেত্রে অনীহা কিম্বা অযোগ্যতা তাদের গণতান্ত্রিক ব্যবস্থায় থাকার দাবিকে মান্যতা দেয় না।
তাই বগটুই-এর দায় তারা এড়াতে পারে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন