🔴 আর cartoon এর জন্য মুন্ডু কাটা? 😆
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
Anirban De যদিও অপ্রাসঙ্গিক। তবুও বলি। ফ্রিজে গরুর মাংস আছে সন্দেহ করে মানুষ মারার মতই জঘন্য কাজ।
আপনি কী বলেন? দুটোই জঘন্য। মানেন তো?
আর একটা কথা। অনুগ্রহ করে পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক কথা বলবেন। তাতে আলোচনাটা মূল্যবান হয়ে ওঠে। অপ্রাসঙ্গিক কথা শিক্ষিত মানুষের মুখে বড্ড বেমানান লাগে। আপনি শিক্ষিত মানুষ বলে এই অনুরোধটা রাখলাম। আশা করি বিমুখ করবেন না।
🔴 না মানে, মুন্ডু কাটার বিরোধিতা করে তেমন প্রতিবাদ-টতিবাদ তো দেখিনি, মনে হয়েছিল ওই মুন্ডু কাটাই ঠিক! কারণ ওই কার্টুনের বিরোধিতা করে পৃথিবী জুড়ে কোনো একটা ইস্যুতে এতবড় প্রতিবাদ আমার এই ক্ষুদ্র জীবনে দেখিনি। আর আমি নিজে শিক্ষিত হতে আর পারলাম কোথায়? এমন একটা রাজ্যে জন্মেছিলাম যেখানে রাজ্যের মাথারা নিজের ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমে বা ইউরোপ-আমেরিকা পাঠিয়ে আমাদের জন্য ইংরেজিটাই তুলে দিলেন। আর গোটা রাজ্যটা মোটামুটি প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে প্রথম কুড়ি-পঁচিশের মধ্যে সহজে আসতো না! শেখবার মধ্যে ইস্কুল-কলেজে ক্লাস বন্ধ করে ছাত্র এবং সরকারি মাইনে পাওয়া শিক্ষকদের দেখে বিপ্লব দীর্ঘজীবী করতে শিখেছি! আর শিখেছি রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, নেতাজি তোজোর কুকুর আর স্বামীজী হিন্দু মৌলবাদী! এসব কি শিক্ষিত হওয়া যায় বলুন? শিক্ষিত হওয়া হল না, আমেরিকা যাওয়া হল না, প্রতিবাদ করা হল না... কি আফসোস যে কি বলব!!!
Anirban De জানতাম আপনি উত্তর দিতে পারবেন না। কারণ, এর উত্তর আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়।
আর অপ্রাসঙ্গিক কথার আলোচনায় আমি থাকতে অপছন্দ করি।
ইংরেজি বিষয় নিয়ে কখনও পোস্ট করলে আপনি আসবেন। তখন নিশ্চয়ই এই আলোচনা হবে।
শুভ সন্ধ্যা। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা রইলো।
🔴 Ali Hossain আসলে, হয়েছে কি বুঝলেন, অল্প শিক্ষার জন্য প্রাসঙ্গিকতা বোঝাতে পারলাম না, বোধহয় আপনার সিলেবাসের বাইরে চলে গেছি!
Anirban De শুরুই করেছিলেন সিলেবাসের বাইরে গিয়ে। নতুন করে বাইরে যাওয়ার তাই প্রশ্নই আসে না।
আপনি ভক্ত কিনা জানি না। তবে ভক্তরা এভাবে সিলেবাসের বাইরে গিয়েই শুরু করেন। খোঁচানোর চেষ্টা করেন আর কি।
আর আপনার প্রফাইল দেখলে আপনার মসকরার মানে বুঝতে কারোই অসুবিধা হওয়ার কথা নয়। আমার তো হয়ই নি। চুপি চুপি বলে রাখি আপনাকে, মসকরার ভেতরটা কিন্তু বড়ই ফাঁপা। ঠিকঠাক আঁটেনি।
তবে যাই করুন, আমার প্রশ্নের ঠিক ঠাক উত্তর আপনি এখনও দিতে পারলেন না। আর পারবেন বলেও মনে হয়না। ........ সমস্যাটা কোথায়? কোথায় বাঁধা পড়ে আছেন?😀😀
🔴 Ali Hossain একটা অভিজ্ঞতার কথা বলি! এ ধরণের বিষয় নিয়ে আপনার শিবিরের অনেক অনেক মানুষের আলোচনা হয় বটে! কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত কেউ আলোচনাটা চালিয়ে যান না, আমার একারই সময় ও পরিশ্রম নষ্ট হয় আর কি! আর বুঝতেই তো পারছেন এই অল্প শিক্ষা নিয়ে রোজকার করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তা তো বোঝেনই! যাকে বলে ঘেউঘেউ-মিঁউমিঁউ করে পেট চালাতে হয় আর কি! তাই বেকার আর বলে কি হবে? আখেরে কি হবে তা তো জানা!
Anirban De আমার কোনো বিশেষ শিবির নেই। নেই বলেই সোজা উত্তর দিয়েছি। আপনি যা এখনও পেরে উঠলেন না। সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়ার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজনও পড়ে বলে আমার মনে হয় না। প্রয়োজন পড়ে সোজা মেরুদণ্ডের, যা কারো কাছে বন্ধক দেওয়া নেই, আর ইচ্ছাশক্তির।
আর হ্যা, প্রসঙ্গে থাকার প্র্যাকটিস থাকলে আমি আলোচনা চালিয়ে যেতে পারি।
আর সত্যিই যদি মনে করেন আপনি শিক্ষাল্পতায় ভুগছেন, তাহলে প্রফাইল ডিটেলসটা পাল্টে ফেলুন। তাহলে আর মনোকষ্টে ভুগতে হবে না। কী বলেন?😀😀
অনেক রাত হলো। আজ এই পর্যন্ত থাক। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভরাত্রি।
🔴 Ali Hossain এই অবাঞ্ছিত উপদেশ দেওয়ার জন্য যে কি বলে ধন্যবাদ দেব আপনাকে! যাই হোক, এতো করেও আপনি যখন কিছুই বুঝলেন না, তখন একটি কথা শুধু বলি যদিও সেটা পুনরুক্তিমাত্র। আপনার মূল পোস্টে কিছু বিষয়ের একটি তালিকা আছে, কিছু বিদেশের বিষয়ে এদেশের মানুষের নিন্দার! সেখানে কার্টুন কান্ডও ছিল! সেটা বাদ গেছিল (ইচ্ছাকৃতভাবে কিনা জানি না), সেটা যোগ করেছিলাম মাত্র, তাও আধখানা বাক্যে। তাতেই যে প্রতিক্রিয়া হল, আর ভক্ত, মেরুদন্ড ইত্যাদি যে সব বিশেষ্য-বিশেষণাদি উঠে এল, তার পরেও কিন্তু আমি সংযমের মধ্যেই আছি! তবে কিনা পশ্চিমবঙ্গে জন্ম তো, আপনার শিবিরের পরিচয় আপনার টাইমলাইনে দিনের আলোর মতই পরিষ্কার! তাই 'মেরুদণ্ড' থাকলে সেটা আর নাই বা লুকোলেন!
Anirban De আধখানা বাক্যে সম্পূর্ণ কথা বোঝানো যায় না, এটা আপনার বোঝা উচিৎ ছিল। আর যখন বুঝলেন, যে আপনার কথা আমি বা আপনার কথায় 'আপনার শিবিরের' মানুষ সেটা বুঝতে পারছি না, তখন সঙ্গে সঙ্গে পরিষ্কার করলেন না কেন? সেটা করা কি আপনার দায়িত্ব ছিল না।
আসলে আপনিও আমার সংযমের পরীক্ষা নিচ্ছিলেন। আমিও সেটা যথাযথ ভাবে দেখিয়েছি। ভুলে যাবেন না, আপনার খোঁচাগুলো কম ধারালো ছিল না।
আপনি যদি বারবার অবাঞ্ছিত ভাবে নিজেকে অল্প শিক্ষিত বলে শ্লেষ প্রকাশ করতে পারেন, তবে 'অবাঞ্চিত' উপদেশ আসাই স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে।
আমি যেটা বুঝেছি তার উত্তর আপনাকে দিয়েছি। আপনাকেও একটি প্রশ্ন করেছিলাম। আপনি তা এড়িয়ে গিয়ে যেভাবে শ্লেষ মিশিয়ে মস্কারায় নেমে পড়লেন তাতে যেমন প্রতিক্রিয়া আশা স্বাভাবিক ছিল, সেটাই এসেছে। যদি তাতে দুঃখ পান, তবে আমিও দুঃখিত। কিন্তু দায়টা আপনার নিজের। শুরুতেই ক্লিয়ার করলে এতদূর আসতো না নিশ্চয়ই।
আমার মধ্যে লুকোচুরি বলে কিছু নেই। কারণ, আপনি যেমন আমার করা প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গেলেন, আমি কিন্তু আপনার 'আধখানা বাক্যে' যা ছিল বলে আমার মনে হয়েছিল তার সরাসরি উত্তর দিয়েছি। আপনি দেন নি। ভেবে দেখুন, আসলে কে নিজেকে লুকিয়ে রেখেছেন।
আমার পরিচয় আমার টাইমলাইনে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। সে যেকেউ দেখলেই বুঝতে পারবেন। আপনিও যখন বুঝেছেন, তখন লুকিয়ে রাখার অভিযোগটা একটু বেমানান (পড়ুন স্ববিরোধী) হয়ে গেল না সাথি?
সব শেষে বলি, তালিকাটা আমার তৈরি নয়। অন্য জায়গা থেকে পাওয়া। কথাগুলোর সাথে একমত বলেই শেয়ার করছি এবং আমার ভাবনাটা বলেছি। দ্বিতীয়ত, কার্টুন কান্ডটা সত্যিই আমার মাথায় আসেনি আপনি বলার আগে পর্যন্ত।
যাই হোক, ভালো থাকুন। সুস্থ থাকুন। আর যদি বোঝেন, যে আপনার কথা কেউ বুঝতে পারছেন না, অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করে বলার চেষ্টা করুন। তাহলে আর ভুলবোঝাবুঝির সম্ভাবনা থাকে না।
শেষের কথাটাও যদি আপনার কাছে 'অবাঞ্চিত উপদেশ' বলে মনে হয়, তা দেওয়ার জন্য একটু ক্ষমাঘেন্না করে দেবেন আশা করি।😀❤️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন