আপনার মতামতকে সম্মান জানাই।
সেই সঙ্গে কটা কথা যুক্ত করি।
১) ধর্মের আনুষ্ঠানিকতা মেনে চলাই একমাত্র 'ধর্ম পালন' নয়।
২) ধর্ম মানুষকে ভাগ করার জন্য জন্ম নেয়নি। বিভক্ত মানুষকে একসূত্রে বাঁধার জন্য জন্ম নিয়েছিল।
৩) কিন্তু যুগযুগ ধরে কিছু মানুষ এর উল্টো কাজ করে আসছেন। আমার কথা তদের ধর্ম ও মতের বিরুদ্ধে।
আপনার বোঝার ভুল হচ্ছে না তো?
আপনি যদি ইসলাম ধর্মের কথাই বলেন, তবে বলুন তো ইসলাম কি মানুষকে ভাগ করার কথা বলেছে?
আপনি বলছেন 'আপন ধর্ম' এর কথা। আচ্ছা বলুন তো ধর্মের আপন পর হয় কিভাবে? পৃথিবীর প্রত্যেকটা জীবের/পদার্থের নিজস্ব কিছু ধর্ম আছে। সেই শ্রেণির সকলের মধ্যেই তা সমভাবে বিরাজ করে। তা নিয়ে তাদের মধ্যে বিরোধ নেই। একমাত্র ব্যতিক্রম মানুষ। কেন? এরা হাজার ধর্মীয় বিশ্বাসে বিভক্ত। মানুষ তো একমাত্র জীব যার বিশেষ চেতনা আছে। এই মানুষের ধর্ম আলাদা আলাদা হয় কী করে?
'আপন ধর্ম' বললেই তো মানুষে মানুষে ভাগ করা হয়ে গেলো। এভাগ কি ইসলাম চেয়েছে। চাই নি। অন্য হাজারও ধর্মের মতো তথাকথিত মুসলিমরাও মানুষকে ভাগ করছেন আর বিরোধ বাধিয়ে রাজনৈতিক আর অর্থনৈতিক ফায়দা তুলছেন। আমার জানা মতে পৃথিবীর কোনও ধর্মই একাজ সমর্থন করে না। যদি করে, বিনয়ের সঙ্গে বলি, সে ধর্ম আমি মানি না। সমগ্র মানুষ একটা জাতি। মনুষ্য-জাতি। তাই তার ধর্মও একটা। মানবধর্ম। তার বাইরের যারা ভাবছেন তাঁরা মানুষের ভিন্ন ভিন্ন সত্ত্বায় বিশ্বাসী। তারা জাতি ভেদে বিশ্বাস করে। এ বিশ্বাস আমার মধ্যে এখনও জন্মায় নি। তাই ক্ষমা করবেন। আপনার মতের সঙ্গে একমত হতে পারলাম না।
তবে বন্ধু হয়ে থাকতে আমার আপত্তি নেই। আপনার থাকলে অন্য কথা। আপনিই তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারি।ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।
সূত্র : ফেসবুক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন