স্বঘোষিত ধর্মগুরু, যার শিক্ষিত মানুষের মানবিক অভিধান মতে অর্থ দাঁড়ায় ধর্ম-ব্যবসায়ী
Avishek Sarkar ভাই/দাদা, আপনার প্রফাইল লক করা কেন? আপনার পরিচয় জানতে দেন না কেন? এমন কিছু কি গোপন করার চেষ্টা করছেন যা প্রকাশ হলে অসুবিধায় পড়বেন?
আচ্ছা বাদ দিন। আপনি কীভাবে বুঝলেন যে, রূ প সা মুসলমান, কিংবা তিনি এই ঘটনার প্রতিবাদ করেন নি? আপনিও কি পোশাক দেখেই মানুষ চিনতে পারার মত ক্ষমতা রাখেন নাকি? যদি রাখেন, তবে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সমকক্ষ। সেক্ষেত্রে কিছু বলার ক্ষমতা আমার নেই।
যদি তা না রাখেন, তবে কটা কথা বলি।
১) উনি ওই ঘটনার প্রতিবাদ নিশ্চয়ই করেছেন। ওনার মতো করেই করেছেন। এক হাতে তালি বাজেনা, জানেন তো? তাই তালির শব্দে যখন কানের পর্দা ফাটার উপক্রম হয়, শিক্ষিত ও সচেতন মানুষ দুই হাতের কারসাজির কথাটা সহজেই ধরতে পারেন। উনিও পেরেছেন। তাই প্রতিবাদটা সেভাবেই করেছেন।
২) বাংলাদেশে যেমন মৌলবাদী মুসলমান আছে, তেমনি এদেশেও মৌলবাদী হিন্দু আছে। জানেন তো? অথবা মানেন তো?
আপনি কি জানেন এই তালি দেওয়ার ক্ষেত্রে এরা একে অপরের পরিপূরক? বোধ হয় জানেন না। আপনার মন্তব্যগুলো পড়ে আমার তেমনই মনে হল। ক্ষমা করবেন যদি ভুল বুঝে থাকি।
আর যদি ঠিক বুঝে থাকি, তবে একটু ভাবুন আমার কথাগুলো। আর পারলে একটু কষ্ট করে আমার ওয়ালে গিয়ে দেখে আসুন ইসলাম ধর্ম ঠিক কী বলে। দুই দেশের মুসলিমদের বড় অংশ কী ভাবছে এই ঘটনার নিন্দা করছে তার কিছুটা আভাস নিশ্চয়ই পাবেন।
৩) আপনি কি জানেন, রাজনৈতিক ইন্ধন না থাকলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? হয় জানেন না। নাহয় জেনে না জানার ভান করছেন। সেক্ষেত্রে আপনি কোন বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করার চেষ্টা করছেন। করুন। সেটা করার আপনার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু রূপসার মত ব্যক্তিত্বকে 'লজ্জা করা' র মত শব্দবন্ধ ব্যবহার করার অধিকার সংবিধান আপনাকে দেয় নি। যদি আপনি নিজেকে শিক্ষিত, সচেতন ও নিরপেক্ষ নাগরিক হিসেবে দাবি করেন, ওই দাবি আপনি নিজেও করতে পারবেন না।
৪) ধর্মীকের বেশ ধরে ধর্ম নিয়ে রাজনীতি ও ব্যবসা করার লোক উপমহাদেশে খুবই বেশি এটা জানেন তো? আর এই প্রবণতা দুই ধর্মের মানুষের মধ্যেই আছে - একথা আপনার চৈতন্যে (চেতনায়) ধরা পড়ে তো? যদি পড়ে, তবে তার সাথে যোগ করে নিন একটা বাক্য। বাক্যটি হল : এরা কেউ সত্যিকারের হিন্দু বা ইসলাম ধর্মের প্রতিনিধি নন। এরা স্বঘোষিত ধর্মগুরু, যার শিক্ষিত মানুষের মানবিক অভিধান মতে তার অর্থ দাঁড়ায় ধর্ম-ব্যবসায়ী। আর এরা পরস্পরের ভাই। তাই তালিটা এরা মিলেমিশেই দেয়। আর তখনই দাঙ্গা বাঁধে। এরা কখনই প্রকৃত হিন্দু কিংবা প্রকৃত মুসলমানদের প্রতিনিধি নয়।
৫) তবে এক্ষেত্রে যেখানে যারা সংখ্যাগুরু তারাই সেখানে মূল চালিকাশক্তি হিসাবে কাজ করে। বাংলাদেশে তারা মুসলিম মৌলবাদী আর ভারতে তারা হিন্দু মৌলবাদী।
তাই আপনি যদি নিরপেক্ষ, শিক্ষিত ও সচেতন নাগরিক হন তবে এই দুই পক্ষকেই আপনাকে কাঠগড়ায় তুলতে হবে। রূপসা সেটাই করে থাকে বরাবর।
এবার আপনি ভাবুন আপনি ঠিক কী ভাবছেনএবং আমাদের জানান আমাদের ভ্রান্তি কোথায়?
ভালো থাকুন, আর অবশ্যই সব সময় মানুষের পাশে থাকুন। শুভ কামনা।
অসংখ্য জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন