প্রসঙ্গ : প্রকৃত ইসলাম ও মৌলবাদ, কুমিল্লার দাঙ্গা ২০২১ - আলী হোসেন।
বাংলাদেশ ও ভারত দুটো প্রতিবেশী দেশ। দুই দেশের সংখ্যাগুরু মৌলবাদীর মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্য শুধু ধর্ম-দর্শনে। একদল নিজেদেরকে ইসলাম ধর্মাবলম্বী বলে দাবি করে এবং অন্যটি হিন্দু ধর্মাবলম্বী বলে। দুটো দলই মূলত তাদের ধর্ম নিয়ে যথাক্রমে ব্যবসা ও রাজনীতি করছে। আর এর কারণে মরতে হয়, ক্ষতিগ্রস্থ হতে হয়, উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের।এরা ধর্মের কথা বলে মানুষকে উত্তেজিত করে। কিন্তু নিজের ধর্মের মানুষ, যারা অন্য দেশে সংখ্যালঘু, তাদের কথা মোটেই ভাবে না। উভয় সম্প্রদায়ই বিপরীত সম্প্রদায়ের ধর্ম বিষয়ে বিকৃত মানসিকতার পরিচয় দেয় এবং উত্তেজনা ছড়ায়। নিজ ধর্মের প্রতি প্রেম সধর্মীয়দের জন্য দরদ দেখাতে গিয়ে যে পরোক্ষভাবে নিজের ধর্মকে অসম্মান ও সধর্মীয়দের বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়, তা এই সব ধর্মান্ধ মানুষরা বোঝে না। আর বোঝে না বলেই এদের এই নির্বুদ্ধিতার সুযোগ নেয় মৌলবাদী সমাজ।
অথচ উভয় সম্প্রদায়ের ধর্মগ্রন্থে এ ধরনের বিদ্বেষ-বিভেদমূলক কোন কিছু আছে বলে আমি এখনো কিছু খুঁজে পাইনি। উল্টে সহাবস্থান ও সহমর্মিতার কথাই লক্ষ্য করেছি। কোন কোনও বিষয়ে স্ববিরোধী মত লক্ষ্য করা গেলেও তা কখনোই বিভেদমূলক নয়।
অথচ, দুই সম্প্রদায়ের মৌলবাদীরা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভেদের বীজ বোনে এই ধর্মকে অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করেই একটা সম্প্রদায়ের মানুষকে অপর সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালায়। স্রেফ রাজনৈতিক ক্ষমতা দখল ও আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে। এক বাংলা দুই দুই ভাগ হল স্রেফ এই কারণেই। ভারত বিভাগের মুলেও সেই একই অংক।
দুই দেশের দুই সম্প্রদায়ের সংখ্যাগুরু মৌলবাদী গোষ্ঠী ইসলামকে নিজেদের সুবিধামতো বিকৃত করে নেয় এবং প্রচার চালায়। কিন্তু ইসলাম ধর্ম কি সত্যিই সেই রকম? যতটুকু জেনেছি তাতে আমার তা কখনোই মনে হয়নি। আমি বিভিন্ন লেখায় এবং আলোচনায় তা বলার চেষ্টা করেছি। অথচ হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মৌলবাদীরা ইসলাম ধর্মকে তাদের নিজের সুবিধামতো বিকৃত করে প্রচার করে চলেছে যুগ যুগ ধরে।
সাম্প্রতিক বাংলাদেশের কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের দুই গোষ্ঠীর মৌলবাদীরা উত্তেজনা তৈরী করার চেষ্টা করছে। সংখ্যালঘুরা আতঙ্কে আছে।
দাঙ্গার কারণ
আসলে এরা একে অপরের পরিপূরক। দুই গ্রুপেরই উদ্দেশ্য ক্ষমতায় পৌঁছানো কিম্বা ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা। তাই বাংলাদেশি মুসলিম মৌ্লবাদীরা সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে ভারতীয় হিন্দু মৌলবাদীদের হাত শক্ত করার চেষ্টা করছে আর ভারতের হিন্দু মৌলবাদীরা এখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করে বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের হাতকে শক্ত করার কাজে সুবিধা করে দিচ্ছে। মাঝখানে পড়ে উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ যারপরনাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কিন্তু ইসলাম কি সত্যিই অসহিষ্ণু। অন্যের ধর্মের উপর আক্রমণ ইসলাম ধর্ম অনুমোদন করে?মুসলিম মৌ্লবাদীরা আক্রমন করে প্রমাণ করার চেষ্টা করে যে, হ্যাঁ করে। আর হিন্দু মৌলবাদীরা সেটাকে দেখিয়েই প্রতিষ্ঠা করতে চায় যে, প্রকৃত ইসলাম ধর্ম অসহিষ্ণু এবং অন্য ধর্মের উপর অত্যাচারকে এই ধর্ম সমর্থন করে। এটাকে প্রচারে এনে তারাও একই কাজে নেমে পড়ে।
কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি ধর্ম গুরু নই। প্রাতিষ্ঠানিক ধর্ম চর্চার ইচ্ছা আমার মধ্যে সেভাবে নেই। তাই আমার কথা উভয় সম্প্রদায়ের মৌলবাদীরা মানতে চাইবে না।
তাই একজন বাংলাদেশী ধর্ম ধর্মপ্রচারক (মৌলবী) কি বলছেন শোনুন। শুনে প্রকৃত ইসলাম কী বলে জানুন ও সচেতন হন। কোনও মৌলবাদীর প্ররোচনায় পা দেবেন না। এতে আপনার ক্ষতি হবে আর মৌলবাদীদের ক্ষমতায়ন সুনিশ্চিত হবে। আমি আপনি যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই থেকে যাব। সে আমি মুসলিম হই আর আপনি হিন্দু, যাই হই না কেন।
আসুন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই,জাতি-ধর্ম-নির্বিশেষে। যে-কোন মৌলবাদ,তা যেখানেই হোক,তাকে ঘৃণা করি।
শোনার জন্য এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন