এই ভদ্রলোক হিন্দু ব্রাহ্মণ এবং মুসলিম হুজুরদের সম্পর্কে বেশি লিখছেন।
একটু মাথামোটা গোছের আছেন। এদের নিয়ে বেশি ভেবে লাভ নেই।
আনফ্রেন্ড করলেই যে ইনি ভালো হয়ে যাবেন তারও কোনো মানে নেই। বরং ফ্রেড হিসাবে থাকলে আমাদের কথাগুলো অন্তত এনার কাছে পৌঁছবে এবং যারা ওনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের কাছেও।
এদের সঙ্গে অনেক সাধারণ মানুষ আছেন যারা আদতে ভালো, যাদের মাখা খাছে আইটি সেল। এই ধরণের মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে, আমাদের কথা নিয়ে। ইনিই হবেন আমাদের মাধ্যম।
ওনাকে আনফ্রেন্ড করলে এদের সঙ্গে যুক্ত যে সমস্ত ভালো মানুষরা আছেন তাদের কাছে আমাদের কথাগুলো আর পৌঁছবে না। ওই ভালো মানুষগুলো ক্রমশ আমাদের থেকে দূরে সরে যাবে।
অনেক মানুষ আছেন যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানে না। তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে।
আমাদের কথা এনার কাছেও পৌঁছতে হবে। যে পোস্ট উনি করেছেন তার কতটা সত্য কিংবা কতটা মিথ্যা তা উনি জানেন না। তাই এদের কাছে পৌঁছাতে পারলে এবং সত্য তুলে ধরতে পারলে এদের সঙ্গে থাকা অনেক মানুষ বুঝতে পারবেন হিন্দুত্ববাদীরা যা তাদের বোঝাচ্ছে তা ভুল। আমাদের কাছ থেকে তারা বোঝার সুযোগ পাবে। বুঝতে পারবে।
সুতরাং আনফ্রেন্ড করাটা মনে হয় খুব একটা যুক্তি-যুক্ত নয় বলেই মনে হচ্ছে।
ধর্ম ও ধর্মগুরুদের ব্যাপারে এনার এলার্জি আছে। তাই এধরণের মন্তব্য বা পোস্ট করেন বলে আমার মনে হলো।
তবে আপনি যখন বললেন, তখন ওনার দিকে নজর রাখবো। এবং দরকারে আনফ্রেন্ড করার কথা ভাববো। এখনই নয়।
ভালো থাকুন। সাবধানে থাকুন। শুভরাত্রি।
পুনশ্চ : আনফ্রেন্ড করার প্রয়োজনীয়তা সম্পর্কে কোন যুক্তি যদি থাকে আপনার কাছে অবশ্যই আমাকে জানাবেন। কারণ, আমার ভাবনায় ভুল থাকতে পারে না এমনভাবে আমি ভাবি না। তাই তেমন কিছু যদি আপনার নজরে আসে অবশ্যই জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন