MD Mazharul Islam আমার লেখা পড়ে আপনি কোথায় কীভাবে বুঝলেন, যে আসাদুদ্দিনকে কেস দেয়া দরকার এমন কথা আমি বলেছি? আপনার চিন্তাভাবনার দুর্বলতা আছে! তাই এসব আলপটকা ভাবছেন। আপনাকে সবিনয়ে বলছি, কথার মানে আগে ভালো করে বুঝতে শিখুন। গভীরে গিয়ে ভাবার অভ্যাস করুন। তারপর মন্তব্য করুন।
আমি যে পাঁচটা প্রশ্ন করেছি তার উত্তর একটা একটা করে দিন তো? সেটা করতে পারলেন না বলে আমি লেখক কিনা প্রশ্ন তুললেন? হ্যাঁ তুলতে তো আপনি পারেনই। আপনি কাকে লেখক হিসাবে মানবে, অথবা মানবেন না, সেটা সম্পূর্ণ আপনারই ব্যক্তিগত ইচ্ছা। আমি কি আপনার কাছে দাবি করেছি যে, আমি একজন লেখক, আপনি মেনে নিন?
কেউ নিজেই নিজেকে লেখক দাবি করলেই তিনি লেখক হয়ে যান না। এটা না বোঝার মত নির্বোধ আমি নই। কোন লেখক কোনদিন নিজেকে লেখক বলে দাবি করেন না। দেখেছেন কোনদিন কাউকে দাবি করতে? রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে পৃথিবীর নামি-অনামি যত লেখক আছেন তারা কখনো নিজেকে লেখক বলে দাবি করেছেন? দেখেছেন এমন কোন লেখা, যেখানে তিনি নিজেই সেই দাবি তুলেছেন? তাহলে আমি কীভাবে করব সে দাবি? আমিও করিনা। মানুষ যখন কাউকে লেখক বলে মেনে নেন, তখনই তিনি লেখক। এই বোধবুদ্ধিটুকু আপনার না থাকতে পারে, আমার আছে। এটা নিয়ে বেশি ভাববেন না।
আনন্য যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের গ্রেপ্তারের কারণটা ব্যাখ্যা করুন আগে। প্রশ্নটা আগেই আপনাকে করেছিলাম এবং বলেছিলাম তাহলেই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাদেরকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো স্রেফ অজুহাত। সেই অজুহাত আসাদউদ্দিন এর ক্ষেত্রে কাজে লাগেনা। যারা লাগায় না তাদের সম্পর্কেই আমার কথাটা বলা। কেন লাগায় না, তার উত্তর আসাদউদ্দিন এর রাজনীতির মধ্যেই আছে। যাদের বোঝার ক্ষমতা আছে বা ইচ্ছা আছে, তারা সবাই বুঝতে পারছেন। আপনার এই দুটোর কোন একটার অভাব থাকলে আপনি কখনই তা বুঝতে পারবেন না।
একটা স্বীকৃতি দলের সুপ্রিমো হলেই কি তার দাস হয়ে যেতে হবে নাকি? তার ভুল ত্রুটি ধরা যাবেনা? তাহলে তো বিজেপি, কংগ্রেস, সিপিএম - এদের ভুলত্রুটিরও সমালোচনা করা যাবে না। আপনি তাহলে টিএমসির সমালোচনা করছেন কেন? কোন অধিকারে করছেন?
আশা করি প্রশ্ন ধরে ধরে উত্তর গুলো তৈরি করে দেবেন। অকারণে রেগে গিয়ে ভুলভাল বলবেন না। তাতে নিজের দুর্বলতারই প্রকাশ পাবে। আশা করি এই চেতনা আপনার আছে যে, কোন বক্তব্য উপস্থাপন করতে গেলে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। সেগুলো হলো ১) যুক্তি, ২) তথ্য এবং ৩) তথ্যগুলোকে যুক্তি-বুদ্ধি দিয়ে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসার জন্য 'একটি বিজ্ঞানমনস্ক সংস্কারমুক্ত মনের অধিকারী হওয়া'।
যাই হোক, ভালো থাকুন। সুস্থ থাকুন। এবং অনুগ্রহ করে ঠাণ্ডা মাথায় ভাবার এবং বলার অভ্যাস করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন