ভারতীয় রাজনীতির একটি ভয়ঙ্কর দুর্বলতা
Weaknesses of Indian politics
Aminuddin Seikh Aminuddin Seikh আপনি শিক্ষিত মানুষ, যতটুকু জানি আপনি একজন ইতিহাসের অধ্যাপক। আমার এক ইতিহাসের ছাত্র, যে আপনার সঙ্গে একই সময় অধ্যাপনার পেশায় নিযুক্ত হয়েছে। তার সাথে তার ভাইভার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমি সেদিন থেকে আপনাকে চিনি। (আপনি হয়তো আমাকে সেভাবে চেনেন না)।
আপনার শিক্ষা এবং রাজনীতি সংক্রান্ত পড়াশোনা, নিশ্চয়ই কী করতে হবে আর কী করা যাবেনা, তা বুঝতে সাহায্য করবে।
বিজেপি ও তৃণমূল দু'জনকেই হটানো সম্ভব কিনা এ প্রশ্নের উত্তর তাই আপনি নিজেই জানেন বলে আমার বিশ্বাস।
আপনি ভাবুন। শিক্ষিত মানুষের নিজের কাছেই নিজের প্রশ্নের উত্তর থাকে। ভাবতে থাকুন, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন।
আমি শুধু কয়েকটা কথা বলি আপনাকে।
১) রাজনীতি, তা যদি সত্যিকারের মানুষের কল্যাণের জন্য করা হয়, এবং মানুষ যদি সত্যিকারের রাজনৈতিক সচেতন হয়, তাহলে সে নিজেই বুঝতে পারবে এই মুহূর্তে তার কি করা উচিত। তাই মানুষ চাইলে দু'জনকেই হারাতে পারে। আমি আপনি সেটা ঠিক করে দিতে পারি না। আমরা শুধু আমাদের মতামতটা দিতে পারি মাত্র। তাতে কাজ হবে কিনা, তা জানাও আমার আপনার পক্ষে সম্ভব নয়।
২) বিজেপিকে তৃণমূল এনেছে এই কথাটা আমার কাছে বড্ড অযৌক্তিক ও হাস্যকর বলে মনে হয়। কারণ, কোন একটি রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক দলকে ডেকে আনতে পারে না। অন্যদলের সাহায্য নিতে পারে নিজের ক্ষমতায়নে সাহায্য করার শর্তে। কিন্তু কখনোই নিজের অস্তিত্বকে বিপন্ন করে অন্যদলকে ডেকে আনতে পারে না। বামফ্রন্ট যে 7 শতাংশে নেমে গেছে - এই নেমে যাওয়া কি বামফ্রন্ট চেয়েছিল? চায়নি। কিন্তু তবু চলে গেল। তার কারণ, বামপন্থীরা মানুষকে বোঝাতে পারেনি যে, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, আমরা। তৃণমূলও যদি বোঝাতে না পারে, তাহলে তৃণমূলকেও চলে যেতে হবে। অন্যদিকে বামপন্থীরা যদি তার বড় শত্রুকে চিনতে ভুল করে এবং তাকে গুরুত্ব কম দেয়, তাহলে তাদেরকেও তার ফল ভোগ করতে হবে।
তাই, কে শাসন ক্ষমতায় আসবে, ভারতীয় রাজনীতিতে তার গুরুত্ব কী এবং কতটা হবে, তা দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক) জনগণের সমর্থন এবং দুই) সেই রাজনৈতিক দলের নীতি কর্মসূচি এবং তাকে বাস্তবায়িত করার জন্য তার ক্যাডারদের সীমাহীন এবং যথাযথ পদ্ধতিতে পরিশ্রম। বিজেপির সাফল্যের চাবিকাঠি রয়েছে সেখানেই। তৃণমূলের ঘরে নয়।
৩) তর্কের খাতিরে যদি আমি ধরে নি, যে তৃণমূলের কারণেই বিজেপির বাড়বাড়ন্ত। বিজেপি তৃণমূলের সাহায্য নিয়েই শক্তিধর হয়ে উঠেছে, তাহলে তো এটা মানতে হবে যে বিজেপি একটা শক্তিহীন এবং অন্তঃসারশূন্য একটি রাজনৈতিক দল। আর তা যদি হয়, তাহলে সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এলো কী করে? তাও আবার পরপর দুবার? পশ্চিমবঙ্গ থেকে তো মোটে আঠারোটা এমপি পেয়েছে ওরা। এবং হিসাব বলছে এর বড় অংশটাই চলে গেছে বামফ্রন্টের ঘর থেকে। তৃণমূলের ভোট তো সেভাবে কমেনি বললেই চলে।
৪) পশ্চিমবঙ্গের বাইরে বিজেপির এই বাড়বাড়ন্তকে কোন তৃণমূল সাহায্য করেছে? কারণ, মমতার তৃণমূল তো পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন জায়গায় নেই। তাহলে সেখানে বিজেপি ক্ষমতায় এলো কার সাহায্য নিয়ে?
অমুক তমুককে ডেকে এনেছে - এসব বক্তব্য ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের দুর্বলতা ঢাকার জন্য প্রচার করে। এই কাজ ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল করে থাকে। এটা তাদের একটা চালাকি। সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের এই চালাকি ধরতে পারেন না। তাই তারাও এভাবে বলতে শুরু করে। ভারতীয় রাজনীতির এটা একটা ভয়ঙ্কর দুর্বলতা।
https://alirkotha.blogspot.com/2020/11/blog-post_20.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন