MD Mazharul Islam আপনার যুক্তিগুলো বেশ পলকা এবং হাস্যকর। তবে আপনার কাছে অবশ্যই সেগুলো যুক্তি! মহাজোট হওয়ার বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। হলে সেটা খুবই ভালো হবে।
১) কিন্তু আপনি কোন যুক্তিতে বলছেন, এই মহাজোট শুধুমাত্র টিএমসির চাওয়ার উপরেই নির্ভর করছে? টিএমসি চাইলেই কংগ্রেস এবং বামপন্থীরা মহাজোটে অংশ নেবে? গ্যারান্টিটা কোথায় পেলেন? কে দিলেন আপনাকে? বিহারের সিপিআইএমএলের সম্পাদকের মহাজোটের প্রস্তাব ইতিমধ্যেই সিপিএম খারিজ করেছেন, সেটা শুনেছেন?
২) বাম-কংগ্রেস ভোট কাটবে মানে? এরা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এসে হাজির হয়েছে? স্বাধীনতার পর থেকে তারা এখানকার জাতীয় রাজনৈতিক দল। তাদের তো নিজস্ব ভোটব্যাঙ্ক রয়েছেই কমবেশি। এতদিন তো তারা ভোট পেয়ে এসেছেন। এদেরকে আপনি ভোট কাটুয়া বলছেন কি করে? Congress-tmc বামফ্রন্ট এবং বিজেপি কেউ এ রাজ্যে নতুন নয়। এদের উপস্থিতিতেই বিজেপি দীর্ঘদিন এখানে পরাজিত হয়েছে। গত লোকসভা ভোটে কিছু সিট বিজেপি পেয়েছে ঠিক। কিন্তু তাতে ক্ষমতা দখল করার মত পর্যায়ে পৌঁছতে পেরেছে কি? তা যদি না পেরে থাকে, আজ কোন জাদুতে বিজেপি ক্ষমতায় আসবে?
৩) যারা এ রাজ্যের রাজনীতিতে ছিল না কোনদিন, তারা যদি উপস্থিত হয় এবং ধর্মের সুড়সুড়ি দিয়ে তিনটি অবিজেপি দলের মুসলিম ভোট সরিয়ে নেয়, সেটাকেই ভোট কাটা বলে। এটুকু বুঝতে যদি আপনার অসুবিধা হয় তাহলে সমস্যাটা আপনার। সময় থাকতে বোঝার চেষ্টা করুন।
৪) তিনটে অবিজেপি দল আসলে দুটো গোষ্ঠীতে বিভক্ত হবে। টিএমসি আলাদা ছিল, হয়তো আলাদা থাকবে। বাম-কংগ্রেস এক জায়গায় আসবে। যদি এটাই হয়, তাহলে ভোট হওয়ার কথা তিনটে গোষ্ঠীর মধ্যে। অর্থাৎ সমস্ত ভোট ভাগ হবে তিন ভাগে। স্বাধীনতার পর থেকে এভাবেই ভোট হয়ে আসছে। এবং এভাবে ভোট হবার মধ্যেই বিজেপি ক্ষমতার বাইরে থেকেছে। বলা ভালো থাকতে বাধ্য হয়েছে।
৫) এবার যদি আসাদ উদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী মিলে আরও দুটি নতুন গ্রুপ ময়দানের নামায় তবে ভোট প্রধানত তিন নয়, পাঁচ ভাগে বিভক্ত হয়ে যাবে। বিজেপি এটা ভালোই জানে, পশ্চিমবঙ্গে এই ভোট বিভাজন না হলে, তারা ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মুসলিম সমাজ বিজেপির এই চক্রান্তে শামিল না হলে, কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আপনি এটা বুঝতে না পারেন, কিন্তু বিজেপি সেটা ভালোই বোঝে। আপনি লিখে নিন। চোখের সামনে উদাহরণ মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, সর্বশেষ বিহার।
এরপরও চোখ না খুললে, সেটা আমার বোঝানোর অক্ষমতা হতে পারে, কিন্তু আপনার ভুল ভাবনাকে লুকোতে পারবেন না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন