হিন্দু নববর্ষের সূচনা করেছিলেন নাকি বিক্রমাদিত্য। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই দাবিটি নিতান্তই হাস্যকর। কারণ,
১) বিক্রমাদিত্য বলে কোন রাজা আদতে ছিলেন কিনা তা নিশ্চিত ভাবে প্রমাণ হয় নি। লোককাহিনীর একটি চরিত্র বিখ্যাত হয়ে আছে।
২) সবচেয়ে বড় কথা, এই লোককথার রাজার (বিক্রমাদিত্যের) সময় হিন্দু শব্দটিরই উৎপত্তি হয় নি। ঊনবিংশ শতাব্দীতে Hinduism বা হিন্দুধর্ম শব্দটি ইংরেজি ভাষায় সূচিত হয় ভারতীয়দের ধর্ম বিশ্বাস, দর্শন এবং সংস্কৃতিকে বোঝানোর জন্য।
৩) লোককথার রাজার প্রবর্তিত বর্ষের নাম বিক্রম সংবৎ। বাংলা অনুবাদের বিক্রমাব্দ। আসলে এটা গুপ্তাব্দ।
গুপ্তাব্দের প্রথম ব্যবহার দেখা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা স্তম্ভলেখতে। তিনি তার রাজত্বের ৫৬ বছর পূর্বে প্রথম চন্দ্রগুপ্তের দ্বারা গুপ্ত সাম্রাজ্যের সূচনার সময়কালকে এবং একই সঙ্গে নিজের রাজত্বের সূচনাকালকে স্মরণীয় করে রাখার জন্য প্রবর্তন করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন