কেন কেবল দু’টি সংস্থা?
আইসিএমআর'র গবেষণা থেকে টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। কেবল একটি বেসরকারি সংস্থাকে উৎপাদনের দায়িত্ব। সরকারি বা বেসরকারি অন্য সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হল না কেন?
বাতিল রাষ্ট্রায়ত্ত টিকা সংস্থা। কিন্তু কেন কার স্বার্থে?
সাতটি (৭টি) রাষ্ট্রায়ত্ত টিকা উৎপাদক সংস্থাকে বসিয়ে রেখেছিল কেন্দ্র। ভারত ইমিউনোলজিক্যালস অ্যান্ড বায়োলজিক্যালস কর্পোরেশন, হাফকাইন বায়োফার্মাসিউটিক্যাল কর্পোরেশন, হিউম্যান বায়োলজিক্যালস ইনস্টিটিউট, এইচএলএল বায়োটেক, বিসিজি ভ্যাকসিন ল্যাবরেটরি, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, পাস্তুর ইনস্টিটিউট। ১৬ এপ্রিল প্রথম দু’টিকে উৎপাদনে যুক্ত করা হয়।
সুপারিশ ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যমে টিকা উৎপাদনের পক্ষে। কিন্তু বাতিল হল কেন?
২০০৮-এ তিন রাষ্ট্রায়ত্ত সংস্থার লাইসেন্স বাতিলের বিরোধিতা করা হয় সংসদীয় স্থায়ী কমিটির পরপর দু’টি রিপোর্টে। মামলা হয় সুপ্রিম কোর্টেও। জাবিদ চৌধুরি কমিটি তিন সংস্থা- সিআরআই, পিআইআই এবং বিসিজিডিএল পুনরুজ্জীবনের পক্ষেই সুপারিশ করেছিল। রিপোর্টে দেখানো হয় যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের ফলে ২০০৮-০৯ এবং ২০০৯ ১০ অর্থবর্ষে বিভিন্ন টিকার দাম ৩০ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।
তা সত্ত্বেও কেন মাত্র দুটি সংস্থাকে টিকা উৎপাদনের দায়িত্ব দেয়া হলো? কে দেবে এর উত্তর?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন