ছি!!
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন।
......
আমার ধারণা বিজেপি আসতে পারবে না। কারণ, বাঙালি জাতি অনেক বেশি চিন্তা চেতনায় প্রগতিশীল ও রাজনীতি সচেতন। এটা ইতিহাস বলছে।
যদি এর উল্টো হয়, তবে জানবেন জাতি হিসাবে বাঙালি পুনরায় অধঃপতিত হয়েছে। যেমন হয়েছিল পলাশীর যুদ্ধের সময়। ফল স্বরূপ প্রায়, দুশো বছর ধরে ব্রিটিশদের গোলামী ও অপশাসনের শিকার হতে হয়েছিল বাঙালিকে।
তেমনি আবার নতুন করে হিন্দি সাম্রাজ্যবাদের দাসত্বের জীবন কাটাতে হবে এদের।
স্বাধীনতার সময় এরাই একবার বাঙালিকে ভাগ করে বাঙালির মেরুদন্ড ভেঙে দিয়েছে। এবার দ্বিতীয়বার আঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। বাঙালি না বুঝলে তার খেসারত বাঙালিকেই দিতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন