আপনি কতটা জ্ঞানী?
অন্যেরা কম জানে বলেই, আপনি বেশি জানেন। অর্থাৎ আপনার ‘বেশি জানার খেতাবটা’, অন্যের ‘জানতে না চাওয়ার বদ-অভ্যাসে’র উপর নির্ভরশীল।
অর্থাৎ অন্যেরা জগৎ ও জীবন সম্পর্কে আপনার চেয়ে কম জানে বলেই, ‘আপনি বেশি জানেন’ - এই দাবি করতে পারেন। তাই নিজেকে বেশি বুঝদার ভাবার আগে, আরও কয়েকবার ভাবুন, আপনি ঠিক কতটা জানেন বা বোঝেন। কেননা, যেকোনো সময় অন্য কেউ আপনাকে টপকে যেতে পারে।
তেমনি, অন্যেরা জগৎ ও জীবন সম্পর্কে কম জ্ঞান অর্জন করলেই কেবল ‘আপনি বেশি জ্ঞানী’ - এই দাবি করতে পারেন বা অন্যেরা তার মান্যতা দেয়। সুতরাং যেকোনো সময় আপনার এই খেতাব আপনার হাতছাড়া হয়ে যেতে পারে - এটা মাথায় রেখেই পথ হাঁটুন, পড়তে থাকুন এবং অবশ্যই ‘জানতে জানতে চাওয়া’র ইচ্ছাকে বাঁচিয়ে রাখুন।
এই ‘মাথায় রাখা’ এবং ‘পথ হাঁটা’র অর্থ হল, প্রতিটা মুহূর্ত (আজীবন) জগৎ এবং জীবনকে যুক্তি, বুদ্ধি ও তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে সত্যাসত্য (সত্য অথবা অসত্য) যাচাই করে নেওয়ার প্রক্রিয়াটা চালু রাখা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন