বোকা মানুষ কারা?
Md Yousuf আপনার দুটো আলোচনাই আমি মনোযোগ দিয়ে পড়েছি। আপনার এই বিশ্লেষণের প্রায় সব অংশের সঙ্গে আমি একমত। কারণ, আমার নিজস্ব ভাবনার সঙ্গে অনেকটাই মিল রয়েছে।কিন্তু আমার পোস্ট এবং সেখানে আনসার আলী সেখ যে মন্তব্য করেছেন - এই দুটোর বিষয় এবং আপনার বক্তব্যের বিষয়, এক নয়। অর্থাৎ আপনার বক্তব্যের যে লক্ষ্য, আমার পোস্ট ও আনসার ভাইয়ের মন্তব্য সেই লক্ষ্যে করা নয়।
তাই আলোচনাটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে।
আমার বক্তব্যের লক্ষ্য শাসকের সাম্প্রদায়িক রাজনীতি যা আসলে অশিক্ষিত মানুষের এক অংশ করে এবং অশিক্ষিত মানুষের অপর অংশ এর দ্বারা প্রভাবিত হয়।
আমার পর্যবেক্ষণ বলে, অশিক্ষিত লোকেরা দুই ধরণের হয়ে থাকে। এক ভাগে থাকে ‘চালাক ও ধুরন্ধর’ ব্যক্তি যারা অনেক লেখাপড়া জানে, বড় বড় ডিগ্রি থাকে কিন্তু নীতি-নৈতিকতার ধার ধারে না। অন্য দিকে থাকে একটি গরিষ্ঠ অংশ, যারা হয় লেখাাপড়া জানে না, অথবা জানলেও খুবই অল্প জানে।
আমাদের আলোচনায় এই দুই ধরণের মানুষ সম্পর্কে কথা বলা হয়েছে। অশিক্ষিত মানুষের মধ্যে যারা ‘চালাক ও ধুরন্ধর’, তারা সাম্প্রদায়িকতা ছড়ায় এবং তারা নিজের ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে অনৈতিকভাবে তাকে কাজে লাগায়। আর অন্য অংশের মানুষ তা বিনা বিবেচনায় গ্রহণ করে এবং সমাজে বিষ ছড়ায়। এই অংশই তারা, আপনার কথায়, যারা ‘ভাতার মরে মরুক কিন্তু সতীন বিধবা হওয়া চায়’। এরাই আমার কাছে বোকা মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন