প্রাপ্তবয়স্ক সন্তানের অধিকার ও দায়িত্ব।
Rights and Responsibilities of Adult Children.
সন্তানের যদি অধিকার থাকে, সে বাবা-মায়ের পরামর্শ শুনবে না; কারণ, সে প্রাপ্ত বয়স্ক ও শিক্ষিত হয়েছে (১৮ ক্রস করেছে), তবে তার দায়িত্ব হল এমন গ্যারান্টি তৈরি করা, যে সে জেনে বুঝে এমন কোন ভুল করবে না, যার দ্বারা তার ও তার পরিবারের কোন প্রকার ক্ষতির সম্মখীন হওয়ার সম্ভাবনা থাকে।
সন্তানের যদি অধিকার থাকে, সে বাবা-মায়ের পরামর্শ শুনবে না, কারণ, সে প্রাপ্ত বয়স্ক ও শিক্ষিত হয়েছে (১৮ ক্রস করেছে), তবে তার দায়িত্ব হল এমন গ্যারান্টি তৈরি করা, যে সে জেনে শুনে এমন কোন ভুল করবে না, যার দ্বারা তার ও তার পরিবার কোন প্রকার ক্ষতির সম্মখীন হতে পারে। কেননা সে দাবি করছে, সে বড় (প্রাপ্তবয়স্ক) হয়েছে এবং শিক্ষিত হয়ে উঠেছে। এবং বড় হয়ে যাওয়া ও শিক্ষিত মানুষ মাত্রই জানে, অধিকার ও দায়িত্ব পরস্পর পরস্পরের পরিপূরক। একটাকে অস্বীকার করলে অন্যটা পাওয়া যায় না।
একই কথা বাবা মায়ের জন্যও সমান ভাবে প্রযোজ্য। কারণ, তিনিও একজন পিতা-মাতার সন্তান।
সন্তানের অধিকার ও দায়িত্ব।
------xx-----
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন