মানুষের ধর্ম কী?
What is the religion of man?
আপনি যদি যেচে কারও উপকার করেন, আপনাকে সবাই ধান্ধাবাজ ভাববে। অথচ যেচে উপকার করাই মানুষের ধর্ম।
মানুষের জন্য যেচে উপকার করার মানসিকতা না থাকলে মানুষের সঙ্গে অন্য প্রাণীর কোন পার্থক্য থাকে না। বিপদে পড়লে সব প্রাণীই শুধুমাত্র নিজেকে বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে। অন্যের পাশে এসে দাঁড়ানোর কোন তাগিদ তাদের মধ্যে দেখা যায় না।
একজন মানুষ যদি সেই নীতিই গ্রহণ করে, তবে তাকে অন্য প্রাণীর সঙ্গে আলাদা করব কীভাবে? চিন্তা করার ও বিশ্লেষণ করার ক্ষমতার ক্ষেত্রে মানুষ এগিয়ে আছে - এটা নিশ্চয় একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এই চিন্তার ফসল হচ্ছে সমাজবব্ধ হওয়ার ইচ্ছা।
সমাজবব্ধ হওয়ার কারণেই মানুষ তার জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতে পেরেছে। এখান থেকেই মানুষ একে অন্যের পাশে দাঁড়ানোর প্রেরণা পেয়েছে।
এই ধরনের ভাবনার উৎস ভূমি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এবং এই ব্যবস্থার বাহক হচ্ছে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
ধনতান্ত্রিক অর্থ ও রাষ্ট্র-ব্যবস্থা মানুষকে এক একজন পাষন্ডে পরিণত করে দিচ্ছে। এই অর্থ ও রাষ্ট্র-ব্যবস্থা যত গেঁড়ে বসবে, মানুষের এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তত প্রকট হবে। মানব সভ্যতার জন্য এ এক অশনি সংকেত।
----------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন