ফেসবুক ও মতামত প্রকাশের স্বাধীনতা
Facebook and freedom of expression
এটা নতুন কিছু নয়। যারা যে দেশে ক্ষমতায় থাকে, ফেসবুক তাদেরকে মতামতকে অগ্রাধিকার দেয়। এরা ব্যবসা বোঝে, মানুষের ভালো নয়।
Ali Hossain তাহলে মতপ্রকাশের স্বাধীনতা কোথায়?
Mahabbat Hossain যেখানকার সরকার চায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেখানে থাকে। যেখানে চায় না, সেখানে থাকে না। আর সরকারের চাওয়া না চাওয়া নিয়ন্ত্রিত হয় সেদেশের মানুষের চেতনার দ্বারা। যে দেশের মানুষ যত গণতান্ত্রিক চেতনায় ও মানবতাবাদের উদ্বুদ্ধ হয় সেই দেশের শাসক ততো বেশি গণতান্ত্রিক ও মানবিক হয়ে ওঠে। আমাদের দেশের জনগণ কি এই চেতনার অধিকারী হয়েছেন? মানবতাবাদের পাঠ তাদের চেতনায় ঢুকেছে যথাযথভাবে? জাত পাত আর ধর্মান্ধতা যাদের নিত্য দিনের সঙ্গী, তাদের মধ্যে এই চেতনা কিভাবে হয় জন্মাবে?
সুতরাং যা হওয়ার তাই হচ্ছে।
আমাদের করণীয় কী?
একটু পরে মতামত জানাচ্ছি।
বলে রাখা ভালো, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলো নিয়ন্ত্রিত হয় কোন দেশে এই মিডিয়াকে একটিভ রাখতে তারা যে কর্মচারী নিয়োগ করে থাকে, তাদের দ্বারা। কারণ ফেসবুকের কর্ণধার নিজে এই বিশাল কর্মযজ্ঞ একা হাতে সামলাতে পারেন না। স্বাভাবিকভাবেই তাকে প্রত্যেক দেশ থেকে কর্মকর্তা নিয়োগ করতে হয়। এই নিয়োগকে নিয়ন্ত্রণ করে সেই দেশের সরকার এবং সরকারি দলের কর্মকর্তারা। এই কর্মকর্তারা যদি নির্দিষ্ট কোন দলের সমার্থক হয়ে যায় তখন বিরোধী মতামত বলে আর কিছু প্রকাশ করার অবকাশ থাকে না এই প্লাটফর্মে। ভারতের ক্ষেত্রে এটাই হচ্ছে।
আমি আগেই বলেছি, যারা যে দেশে ক্ষমতায় থাকে, ফেসবুক তাদেরকে মতামতকে অগ্রাধিকার দেয়। এরা ব্যবসা বোঝে, মানুষের ভালো নয়। কোন কর্পোরেট সংস্থাই এর বাইরে গিয়ে ভাবেনা। তাই শুধু ফেসবুকের দোষ দিয়ে কোন লাভ নেই।
আসলে যে ধরনের স্বাধীনতার কথাই আপনি বলেন না কেন তা আপনাকে লড়াই করে অর্জন করতে হবে। লড়াই ছাড়া কোন অধিকার আদায় করা যায় না এবং তা সুরক্ষিত থাকে না।
আর এই লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে ভাববাদী ধর্ম দর্শন। এই দর্শন মানুষকে ভাগ্যের উপর নিজেকে সমর্পণ করতে বাধ্য করে। মানুষের আত্মশক্তির বিকাশে বাধা তৈরি করে। ঈশ্বরের নাম করে অসহায় ভাবে বাঁচতে মানুষকে উদ্বুদ্ধ করে। মানুষ ভাবতে বাধ্য হয়, তার জীবনে যা কিছু ঘটে তা একমাত্র উপরওয়ালার নির্দেশ অনুযায়ী ঘটে থাকে। তার নিজের কিছুই করার নেই। প্রাতিষ্ঠানিক ধর্মের এটাই সবচেয়ে বড় দুর্বলতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন