ধর্মের নামে রাজনীতিতে ভুলে থাকবেন?
Forget everything in the name of religious politics?
পৃথিবীর ৫ম বড় অর্থনীতির দেশে কেন বিশ্বের সব চাইতে বেশি দরিদ্র মানুষের বাস? ভাববেন না? না কি ‘ধর্মের নামে রাজনীতি’তে ভুলে থাকবেন?
👉 Ali Hossain, Polygamy ta bondho korun ! 💀
👉 Srijann Mallick, কোন্ যুগে আছেন? একটু পড়াশোনা করুন। মাথা থেকে অন্ধকার সরে যাবে।
👉 Ali Hossain, আপনাকে আমার পড়াশোনা নিয়ে ভাবতে হবে না 😂 comment টা কেনো করলাম , আপনি এখনও সেটাই বুঝতে পারলেন না 😂 আপনিও মাথা থেকে , লাল সরান, সব বুঝবেন।
পড়াশোনায় সীমাবদ্ধতা থাকলে এমন অপ্রাসঙ্গিক কথা প্রাসঙ্গিক বলে মনে হয়, যা আপনার হয়েছে বলে মনে হচ্ছে। তাই পড়াশোনার কথা বলেছি।
আপনি অপ্রাসঙ্গিক মন্তব্য না করলে, আমাকে পড়াশোনার কথা বলতে হত না। যদিও পড়া কিংবা না পড়া একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার বলায় আপনার এত আপত্তি কেন? আপনি নিজে বলবেন, অথচ অন্যের কথা শুনবেন না, সে আবার কেমন কথা!
লালের কথা বলছেন? শিক্ষা যদি কোন বিশেষ রাজনৈতিক দলের (WhatsApp University) কাছ থেকে গ্রহণ করে থাকেন, তবে লালে এলার্জি আসাটাই স্বাভাবিক। যদি বাজার থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মানুষের লেখা বই কিনে পড়েন মুক্ত মনে, তবে দেখবেন আপনারও লালের প্রতি এলার্জি, ভালোবাসায় পরিণত হয়ে গেছে।
কারণ, লাল হচ্ছে রক্তের রং। রক্ত জীবনের প্রাণশক্তি।
প্রসঙ্গত আর একটা কথা বলি আপনাকে। বৈষয়িক দিক থেকে ভাবলে রক্ত দু রকমের। লাল আর নীল। লাল রক্ত শ্রমজীবী মানুষের শরীরে বয়। আর নীল রক্ত শ্রমবিমুক শাসক রূপী শোষকের শরীরে বয়। আপনার শরীরে কোন্ রঙের রক্ত বইছে? নীল নাকি? নীল হলে আপনি ঠিকই বলেছেন। কারন, সেক্ষেত্রে ওটা আপনারই ভাষা।
নীল রক্তের মানুষেরা লাল রক্তকে ভয় পায়। আর তখনি এই ধরণের অপ্রাসঙ্গিক মন্তব্য করেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর যারা লাল রক্ত বহন করেও লালে এলার্জি অনুভব করেন, নিশ্চিতভাবে তিনি শিক্ষাল্পতায় ভুগছেন। তাদের জন্য পড়াশোনাটাই একমাত্র রেমেডি। তাই পড়াশোনার কথা বলা।
আশা করি ঠিকঠাক কৈফিয়ত দিতে পেরেছি। কী বলেন?
প্রসঙ্গ জানতে ফেসবুক দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন