শহীদের রাজনীতি, ভয়ংকর রাজনৈতিক মারণ ব্যাধি
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ |
Martyr politics is a terrible political fatal disease
স্বাধীন দেশেও যখন মানুষের মৃত্যু ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না, তখন প্রমাণ হয়, দেশের মানুষ আধুনিক শিক্ষা ও আধুনিক রাষ্ট্রনীতির (যার মূল কথা, সাম্য মৈত্রী ও স্বাধীনতা এবং মানবতা) এক কণাও অর্জন করতে পারেনি। শুধুই লেখাপড়া শিখেছে বা শিখছে। ফলে জন্ম হচ্ছে লেখাপড়া জানা শিক্ষাহীন এক বিকলাঙ্গ জাতি।আর এই শিক্ষাহীনতাকে হাতিয়ার করে সরকার ও বিরোধী দল একযোগে আধুনিক রাষ্ট্রনীতির সবচেয়ে শক্তিশালী স্বত্বা (প্রাণ ভোমরা) গণতন্ত্রকে অবলীলায় ধর্ষণ করে চলেছে। স্বাধীন দেশেও তাই রমরমিয়ে চলছে ‘শহীদের রাজনীতি’। সমগ্র উপমহাদেশ আজ এই ভয়ঙ্কর ‘রাজনৈতিক মারণ ব্যাধিতে’ আক্রান্ত।
অর্থাৎ শাসক, বিরোধী ও জনগণ যদি গণতন্ত্র বোঝেন এবং তাকে সম্মান করেন, একটা মৃত্যুরও প্রয়োজন পড়ে না। শাসকও স্বৈরাচারী হতে পারে না, বিরোধীদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় না, জনগণের প্রাণ দিতে হয় না।
আর এই তিন পক্ষের যে কোন একপক্ষ যদি এই শিক্ষা থেকে চ্যুত হয়ে যায়, তখন সংকট তৈরি হয়। আর তার খেসারত দিতে হয় শুধুমাত্র জনগণকে।
◾বাংলাদেশের ‘মুক্তিযুদ্ধ কোটা’ বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন