সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রিয় হয়ে ওঠার কারণ কী?

প্রিয় হয়ে ওঠার কারণ কী?

প্রিয় হওয়ার উপায় কী?

আমরা হর-হামেশাই বলে থাকি ‘সে আমার প্রিয়’ বা ‘আমি তার খুব প্রিয় মানুষ’। কিংবা বলে থাকি, ও আমার ভালবাসার মানুষ। কেউ কেউ গর্ব করে বর্ননা করেন, কারও কাছে কীভাবে তিনি একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন তার দারুণ কাহিনি।

প্রশ্ন হল, একজন মানুষ কীভাবে আরেকজন মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন? এই প্রশ্নটার একটি যথাযথ উত্তর দীর্ঘদিন ধরে খুঁজেছি। কারণ, আমি কখনও কারও প্রিয় মানুষ হয়ে উঠতে পেরেছি বলে মনে হয়নি। বলা ভালো, তেমন গুণের অধিকারী বলে কেউ আমাকে এখনও প্রত্যায়িত করেনি। কেউ করলেও তার মধ্যে যে কতটা নিঃশর্ত আন্তরিকতা রয়েছে, সে বিষয়ে আমি এখনও সংশয়াতীত হতে পারিনি। অথচ প্রিয় মানুষ বা ভালো মানুষ হয়ে ওঠার বাসনা, অন্য অনেকের মত, আমার মধ্যেও আছে। ছোটবেলা থেকেই রয়েছে। বিশেষ করে মায়ের কাছে প্রিয় সন্তান হয়ে ওঠার অদম্য বাসনা আমার এখনও পূরণ হয়নি।

ফলে সব সময় এই বিষয়টা আমার মাথায় ঘুরপাক খায়। মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা অনুভব করি। ব্যর্থতার চাপে। সঙ্গে চেষ্টা করি, প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে আমার মায়ের কাছে, তার একজন প্রিয় সন্তান হিসেবে নিজেকে তুলে ধরতে। কিন্ত কেন জানিনা, আমার মনে হয়, আমি এ কাজে এখনও সফল হইনি। 

ছোটবেলা থেকেই, অবাক বিস্ময় নিয়ে বোঝার চেষ্টা করেছি, এর পিছনে অন্তর্নিহিত কারণ কী আছে! আমি দেখেছি আমার বড় বোন এবং ছোট বোন মায়ের কাছে অত্যন্ত প্রিয়। মেজ বোন এবং আমি সেই জায়গায় কোনদিন পৌঁছাতে পারিনি। সেজো বোনের ক্ষেত্রে মায়ের অবস্থান, ‘কম’ বা ‘বেশি’ এধরণের শব্দ প্রায়োগ করে বোঝানোর সুযোগ নেই বলে আমার মনে হয়েছে।

তবে আমার জীবনে একজন ভালোবাসার মানুষ আছে। নাম আশিষ কর্মকার। তাঁর কথা ‘দ্বিতীয় পিতা’য় (আমার লেখা একটি ছোটগল্প) লিখেছি।

আজ বয়স, অভিজ্ঞতা আর পড়াশোনার মধ্য দিয়ে অর্জিত উপলব্ধি এই ভাবনাকে অনেকটাই পরিণত করেছে। আসলে ছোট বয়সে ছোটবেলাকে ছোট চোখ দিয়ে দেখতে গেলে এবং ছোট বিচার বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে সেই বিচারের মধ্যে অনেক গলদ থেকে যায়। ধরা পড়ে, যখন মানুষ বড় হয়, শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে পারে। বোঝা যায়, ছোটবেলাকে ঠিকঠাক বুঝতে গেলে বড়বেলার প্রয়োজন। এর কোন বিকল্প নেই। বড় হওয়া চোখ দিয়ে নিজের সন্তানের ছোটবেলাকে যখন দেখার সুযোগ হলো, বোঝা গেল কোন সন্তানের কাছে বাবা-মা কিংবা বাবা মার কাছে কোন সন্তানের প্রিয় হয়ে ওঠার গুঢ় রহস্য।

একজন সন্তানের প্রতি পিতা মাতার মায়া, মমতা, স্নেহ ভালবাসা —যাই বলি না কেন, তা বাই ডিফল্ট তুলনাহীন থাকে। কিন্তু প্রকৃতির নিয়মেই সন্তানের প্রতি মায়ের মমতা, পিতার সঙ্গে তুলনা করলে, মা-ই এগিয়ে থাকে। কিন্তু বাস্তব জীবনে কখনও কখনও এর ব্যতিক্রমও দেখা যায়। অর্থাৎ সন্তানের প্রতি মাকেই অনেক সময় বেশি শক্ত কিংবা রুঢ় হতে দেখা যায়। কারণ, ছোটবেলার ভুল-ত্রুটি, দুষ্টামিজাত বিড়ম্বনা - সবকিছুর সামনে মাকেই সবচেয়ে বেশি পড়তে হয়। ফলে পরিস্থিতির চাপে, ভেতরটা মমতামাখা হলেও, বাইরেরটা বেশ কর্কশ হয়ে ওঠে। এজন্য সন্তানদের শাসন করার ক্ষেত্রে মায়ের ভালো-মন্দই সন্তানের উপর বেশি প্রভাব ফেলে। এই বাস্তবতার কারণেই পিতারা সন্তানের কাছে অনেকটাই প্রিয় হয়ে ওঠেন। কারণ, সারাদিন বাইরে থাকার পর, ঘরে ফিরে সন্তানদের প্রতি পিতারা একটু বেশি স্নেহা-পরায়ণ হয়ে ওঠেন এবং সন্তানের দোষত্রুটিকে অধিকাংশ ক্ষেত্রেই উপেক্ষা করেন। মায়ের নালিশ, বাবার কাছে গুরুত্ব হারায়। ফলে সন্তানদের বাবার প্রতি টান বাড়ে। এই টান একসময় বাবাকে প্রিয় করে তোলে।

তবে মনে রাখতে হবে, বাস্তব ক্ষেত্রে, কখনো কখনো এর উল্টো অবস্থাও লক্ষ্য করা যায়। এক্ষেত্রে মায়েরা অপত্য স্নেহের আধিক্যে সন্তানদের সমস্ত দোষ ত্রুটি আড়াল করার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে, বাবাকেই সন্তানের বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। এর পরিণতিতেই তৈরি হয় উল্টো অবস্থা।

আসলে সন্তানের কাছে মা কিংবা বাবার প্রিয় হওয়ার পিছনে কাজ করে সন্তানের প্রতি নিঃশর্ত সমর্থন ও সুবিধা দেওয়ার বাস্তবতা। তবে এমন ঘটনাও আছে, কিছু কিছু সন্তান এই ধরনের সুবিধা নেয় না। পারিবারিক সুশিক্ষার প্রভাবে তারা একাজ করে। এক্ষেত্রে পিতা-মাতা উভয়েই সুশিক্ষিত হওয়ার শর্ত পূরণের বাধ্যবাধকতা থাকে।

প্রিয় হয়ে ওঠার এই রসায়নকে এভাবে সুত্রায়িতো করা যায়, কখন কেউ কারও প্রিয় হয়? যখন কেউ তাকে নিঃশর্ত সমর্থন ও সুবিধা দেয়। কিম্বা এভাবেও বলা যায় : কখন কেউ কারও প্রিয় হয়? যখন কেউ কারও কাছ থেকে নিঃশর্ত সমর্থন ও সুবিধা পায়।

ছোট থেকে এই সূত্র আত্মস্ত করে বড় হয়ে ওঠা এই সব সন্তান যখন একজন নাগরিক হিসাবে দায়িত্ব পালনে নামে তখন সে প্রিয় হওয়ার এই সূত্রকেই ধ্রব সত্য হিসেবে মানে এবং নিষ্ঠা ও গর্বের সঙ্গে ব্যবহার করে। ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, আমাদের দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা এই সূত্রেই গতিশীল রয়েছে । বর্তমান সয়ম ভয়ংকরভাবে এই সূত্র দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। ন্যায়-নীতি, যুক্তিবোধ, মানবতাবোধ, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা - যেগুলো আধুনিক সমাজের প্রধান বৈশিষ্ট্য, বলা হয় প্রধান চালিকাশক্তি, তাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে আমাদের আধুনিক রাষ্ট্র ও সমাজ-সংসার। চলছে প্রিয় হওয়ার সূত্র অনুসরণ করেই। রাষ্ট্রনেতা দেশভক্তির নামে চাইছে জনগণের কাছে নিঃশর্ত সমর্থন ও মন্ত্রী হওয়ার সুবিধা। সেখানে দেশের জন্য জনগণ, জনগণের জন্য দেশ নয়। পিতা চাইছে সন্তানের কাছে, সন্তান চাইছে পিতার কাছে নিঃস্বার্থ সমর্থন ও সুবিধা। সরকারি কর্মচারী চাইছে জনগণের কাছে নিঃশর্তে ঘুষ খাওয়ার অধিকারের সপক্ষে সমর্থন, ডাক্তার চাইছে রোগীর কাছে শর্তহীনভাবে ফি নেওয়ার পক্ষে সমর্থন। এই দৌড়ে কে নেই? খুঁজে বের করতে, দুরবিন নয়, লাগবে মাইক্রোস্কোপ। 

"When someone is someone's favorite? When someone gives him unconditional support and favor.”

“কখন কেউ কারও প্রিয় হয়? যখন কেউ কাউকে নিঃশর্ত সমর্থন ও সুবিধা দেয়।”

"When someone is someone's favorite? When someone gives unconditional support and favor to someone.”
---------

"কখন কেউ কারো প্রিয় হয়? যখন সে তাকে নিঃশর্ত সমর্থন এবং সুবিধা দেয়।"

"When someone is someone's favorite? When he gives him unconditional support and favors.”

--------

“কখন কেউ কারও প্রিয় হয়? যখন কেউ কারও কাছ থেকে নিঃশর্ত সমর্থন ও সুবিধা পায়।”

"When someone is someone's favorite? When someone gets unconditional support and favor from someone.”

লেখা চলছে...

মন্তব্যসমূহ

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন

ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয়

ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...

বিজেপি ও আরএসএস কি আলাদা?

বিজেপি ও আরএসএস-এর রসায়ন সম্পর্কে সম্যক অবহিত আছেন, এমন মানুষদের সবাই জানেন বিজেপির সঙ্গে আরএসএস-এর গভীর সম্পর্কের কথা। এবং তাঁরা এটাও জানেন যে, আরএসএস দ্বারা বিজেপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাই এই দুই সংগঠনকে আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে এরা আলাদা নয়। বরং এরা একে অপরের পরিপূরক। বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে

ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা যায় না।

ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা যায় না। কারণ দুটোরই ভিত্তি হচ্ছে যুক্তিবিমুখ বিশ্বাস। তাই, কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়তো যায়। কিন্তু ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা কখনই যায় না। একথা ভুলতে বসেছেন যাঁরা, তাঁরা নিজেদের প্রগতিশীল দাবি করতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে, এতে প্রগতিশীলতা গতিলাভ করে না বরং গতি হারায়। --------x------- Di Ansar Ali হ্যা, পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করতে হয়। কিন্তু মাথায় রাখতে হয়, তাতে আমার সত্যিই কোনো লাভ হচ্ছে কিনা। এবং তার অদূর ও সুদূরপ্রসারী ফলাফল প্রগতিশীল চিন্তাচেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা মোটেই যুক্তিযুক্ত নয় বলেই মনে হয়। কারণ, তাতে পরের যাত্রা হয়তো ভঙ্গ হয়, কিন্তু নিজের শরীরে ভয়ঙ্কর ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার দখলদারি বেড়ে যেতে পারে। আমার মনে হয়, এই হিসাবটা ঠিকঠাক না করতে পারলে পরিস্থিতি অনুকূলে আসার পরিবর্তে প্রতিকূলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এক্ষেত্রে 'দশচক্রে ভগবান ভুত হওয়ার' বিষয়টিও মাথায় রাখার প্রয়োজন খুব বেশি বলেই আমি মনে করি। যারা প্রগতিশীল নয়, বলে এতদিন বলে আসছি তারা যদি হঠাৎ করে প্রগতিশীল হয়ে ওঠে তবে, ...

জীবনের প্রাথমিক লক্ষ্য

জীবনের প্রাথমিক লক্ষ্য সফল হলে, সবাই তোমার আপন। ব্যর্থ হলে, কেউ তোমার নয়। একমাত্র ব্যতিক্রম তোমার বাবা-মা। কিন্তু বাস্তব সত্য হল, তাঁরা চাইলেও আজীবন তোমার সঙ্গে থাকতে পারবেন না। সফল হলে সবাই তোমার আপন। ব্যর্থ হলে, কেউ তোমার নয়। একমাত্র ব্যতিক্রম বাবা-মা। সুতরাং সময় থাকতে সাবধান হওয়া জরুরী। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সাফল্যই তোমার প্রধান পরিচয় (মানুষ হিসাবে) নির্ণায়ক মাপকাঠি। তাই এই অর্থব্যবস্থায় সাফল্যই তোমার প্রাথমিক লক্ষ্য। এটা পূর্ণ হওয়ার পরই কেবল অন্যান্য লক্ষ্যে এগোনোর কথা ভাবা উচিৎ। প্রসঙ্গত বলে রাখি, অন্য লক্ষ্য মানে মানুষে জন্য কিছু করা, সমাজের জন্য যতটা সম্ভব অবদান রাখা। একজন প্রকৃত শিক্ষিত মানুষ এই লক্ষ্যকে অস্বীকার করতে পারেন না। এখন প্রশ্ন হল, এই সাফল্যের প্রধান চাবিকাঠি কী? চাবিকাঠি হল শিক্ষা। উপযুক্ত শিক্ষাই একমাত্র তোমাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সুতরাং শিক্ষা অর্জনকে প্রাথমিক পর্যায়ে একমাত্র লক্ষ্য করতে হবে এবং শিক্ষা অর্জনের এই প্রচেষ্টাকে সাধনার পর্যায়ে নিয়ে যেতে হবে। তবেই তুমি সফল হবে। সফল হলেই সবাই তোমার, সবই তোমার। ----------xx----------

বিজ্ঞান শিক্ষার পরিবর্তে ধর্মশিক্ষার প্রচলন ও তার পরিণতি

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার প্রভাব দেশের বড় বড় বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বেদ ও পুরাণসহ ধর্মশাস্ত্র পড়ানোর ধুম লেগেছে তাতে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মত অশিক্ষার কানাগলিতে ঢুকে যাবে। এভাবে চলতে থাকলে,বলা ভালো যেতে বাধ্য হবে। শিবপুর আই আই ই এস টি তে যেভাবে বেদ ও পুরাণ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাতে এই আশঙ্কা প্রকট হয়ে উঠছে। সেই সঙ্গে গোলওয়ালকরের ছবি ও বই রেখে যেভাবে বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মতাদর্শকে হাইলাইট করা হচ্ছে তাতে ভারতের ভবিষ্যত দুর্দশার রূপটি স্পস্ট হয়ে উঠছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে