পড়াশোনার সঙ্গে শিক্ষার সম্পর্ক
কিভাবে পড়াশোনা করা উচিত এবং কেন
পড়াশোনা যদি বুঝে বুঝে না করা হয়, তবে তা মানুষের জীবনে কোন কাজে আসে না।
কারণ, পড়াশোনার মূল উদ্দেশ্য হলো শিক্ষিত হওয়া। এবং শিক্ষিত হওয়ার একমাত্র উপায় হল পড়াশোনা করা। আর এই পড়াশোনা যখন বুঝে বুঝে করা হয় তখনই বেরিয়ে আসে জগৎ ও জীবনের গভীর রহস্য ও সত্য। জগৎ ও জীবন সম্পর্কে এই সত্য উপলব্ধি করার অর্থই হলো শিক্ষা। আপনি শিক্ষিত মানে এই সত্য আপনি উপলব্ধি করতে পেরেছেন, সেই উপলব্ধি কি আপনি ব্যবহারিক বা তাত্ত্বিক জীবনে প্রয়োগ করতে পারেন, এবং তার ফলাফল মূল্যায়ন করতে পারেন। সেই সঙ্গে সেই সত্যই যে আসল সত্য তা যাচাইও করতে পারেন। এই সামগ্রিক সক্ষমতার নামই হল শিক্ষা।
এই শিক্ষাই মানুষের জীবনে কাজে লাগে। নিজের জীবন এবং সমাজকে উন্নততর পর্যায়ে পৌঁছে দিতে এই শিক্ষাই একমাত্র হাতিয়ার। এটাই শিক্ষার কাজ।
বুঝে বুঝে না পড়লে, এই হাতিয়ার আপনি স্পর্শ করতে পারবেন না। জোর করে স্পর্শ করার চেষ্টা করলে, তা অনর্থক, কখনো কখনো ননর্থক ফলাফল বয়ে আনবে। যা জীবনকে সহজ করার পরিবর্তে আরো জটিল আবর্তের মধ্যে ঠেলে দেবে। তাই আমাদের মনে রাখতে হবে :
পড়াশোনা যদি বুঝে বুঝে না করা হয়, তবে তা মানুষের জীবনে কোন কাজে আসে না।
পড়াশোনা বুঝে বুঝে না পড়ে, শুধু মুখস্থ করলে, পড়ার মধ্য দিয়ে যে শিক্ষা অর্জনের সুযোগ থাকে, তা সম্পূর্ণ হয় না। ফলে পূর্ণ শিক্ষা থেকে থেকে মানুষ বঞ্চিত হয়। মানুষ থেকে যায় একজন লেখাপড়া জানা শিক্ষাহীন প্রাণী হিসেবে। সমাজের লেখাপড়ার না জানা মানুষের সঙ্গে তার পার্থক্য হয়ে দাঁড়ায় শুধু এটুকুই, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের চেষ্টা করেননি, আর আপনি করেছেন। এর বাইরে কিছু নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন