রোহিঙ্গা সমস্যা ও আন-সান-সূ-চি
প্যালেস্টাইনের ফিলিস্তিনিদের মত আরও একটা জনজাতি ভূমিহীন হতে চলেছে। পৃথিবীর দাদারা চুপচাপ দেখছেন। কে সমরাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তা নিয়ে চলছে হুমকি, পালটা হুমকি। সেটা নাকি মানব জাতির পক্ষে ভয়ানক পরিণতি ডেকে আনবে। তাই এত আমাদের মাথাব্যথা।
অথচ একটা জনজাতি ভূমিহীন হতে বসেছে। মায়ানমারে মরছে নিরিহ নিরস্ত্র মানুষ, তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাঁরা (রোহিঙ্গারা) যেন মানবজাতির অংশই নয়। আমরা তাই কেমন যেন চুপচাপ। দেখেও দেখছিনা, ভাবনা আসলেও তাকে পাশকাটিয়ে যাচ্ছি।
আসলে কী-ই বা করার আছে আমাদের; (শান্তির জন্য নোবেল পাওয়া মানুষ যদি চোখ বন্ধ করে থাকে) দু'কলম নিষ্ফলা কলমের খোঁচা দেওয়া ছাড়া।
তাই এই পাগলের প্রলাপ।....... দেখুন এখানে ক্লিক করে
উৎস : ফেসবুক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন