ইতিহাস সচেতন শিক্ষিত (শুধু লেখাপড়া জানা নয়) মানুষই পারে এই চক্র থেকে বেরতে। মাঠে ঘটে নয়, যুদ্ধ হবে ব্যালট বাক্সে। এটা রাজতন্ত্র নয় যে অস্ত্র হাতে নিতে হবে। এটা মধ্যযুগ নয় যে বিশ্বাসে ভর করে এগোতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে সবধরণের মিডিয়ার ওপর। ইতিহাস সচেতন ও মানবতাবাদী মন নিয়ে বিশ্লেষণ করতে হবে। তারপর চুপচাপ ভোটবাক্সে গিয়ে তার তার বিরুদ্ধে মত প্রকাশ করতে হবে। আমি সাধারণ মানুষ কেন রাজনীতিকদের চক্রান্তে পা দেবো। এই বোধ মানুষের মধ্যে জেগে উঠলেই এই হানাহানি বন্ধ হয়ে যাবে। এই বোধই ইউরোপকে মানুষের নিশ্চিন্ত বিচরণ ক্ষেত্রে পরিণত করতে সাহায্য করেছে।
ফেসবুকে যে মন্তব্যের প্রেক্ষিতে আনিস মন্ডলের প্রশ্নের উত্তরে লেখা এই বিশ্লেষণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন