ভয় পেয়ো না, জাগছে জগৎ বলছে সময়
একটু শোনো
তোমার সাথে আমার আড়ি, বলছে সময়
একটু গোনো।
বুকের আগুন নেবার আগে, বুকের প্রদীপ
একটু জ্বালো
আড়ির কারণ আড়ায় তুলে, ঘরটা গড়ে
তোলাই ভালো।
এঘর আমার এঘর তোমার, এঘর যদি
জ্বালায় কেউ
এর কানে ওর বিষের বাঁশি শোনায় যদি
বাজিয়ে ফেউ
তার বাঁশিতে শান্তি-সেনার, সুর লাগানোর
সাহস কেউ
আজ দেখতে মুষ্টি ওঠাও, রাম-রহিমের
জোড়া ঢেউ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন