পাঠ্য ইতিহাস থেকে মুঘল ইতিহাস মুছে ফেলা ও কিছু প্রশ্ন
পাঠ্য ইতিহাস থেকে মুঘল ইতিহাস মুছে ফেলার ব্যবস্থা করা হল। বেশ, মুসলিমদের কথা ছেড়ে দিন। ভাবুন তো, এতে --
১) যারা নিজেদের (মানুষ ভাবার চেয়ে) হিন্দু ভেবে গর্ববোধ করেন, তাদের কী কী লাভ হবে?
২) সমস্ত গরীব ও মধ্যবিত্ত হিন্দু পরিবার (যারা জনসংখ্যার সিংহভাগ এবং অশিক্ষার অন্ধকার, অভাব, বেকারত্ব, অন্ধবিশ্বাস ও কুসংস্কার যাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে), তাদেরই বা কোন কোন সমস্যার সমাধান হবে?
পরিষ্কার হলো না? সহজ করে বলি - এতে কি
১) সব হিন্দু সাম্প্রদায়ের মানুষ শিক্ষিত হয়ে যাবে?
২) সবার চাকরি নিশ্চিত হয়ে যাবে?
৩) কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের আর অভাব থাকবে না, মানে কেউ আর গরীব থাকবে না?
৩) সবাই সুচিকিৎসা পাবে, মানে কেউ আর বিনা চিকিৎসায় মারা যাবে না?
৪) কোন হিন্দু আর অপুষ্টিতে ভুগবে না?
৫) কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ আর ভূমিহীন থাকবে না?
যদি এতে এর কোন একটার সমাধানও হয়, তবে আমি চাই শুধু মুঘল নয়, সুলতানী যুগের ইতিহাসও মুছে ফেলুন। মধ্যযুগের ইতিহাসে যত মুসলিম শাসক আছেন তাদের সমস্ত স্মৃতি কর্মকাণ্ডের ইতিহাস মুছে ফেলুন। গুটিকতক মুসলিম শাসকের অস্তিত্ব ও কার্যকলাপ মুছে ফেলার বিনিময়ে যদি সিংহভাগ মানুষের সীমাহীন সমস্যার সমাধান হয়, তবে মানুষ হিসাবে সেটাই সবার কাম্য হওয়া উচিত বলে মানি।
যারা ইতিহাস মোছার চেষ্টায় উৎফুল্ল হচ্ছেন, তাদের কাছে নিশ্চয়ই আমার এই অর্বাচীন প্রশ্নগুলোর যথাযথ উত্তর (অর্থাৎ ইতিহাস মুছলে কীভাবে ওপরে উল্লেখিত সমস্যার সমাধান হবে) রয়েছে। দিন না একটু, আপনাদের জ্ঞানের গভীরতায় ডুব দিয়ে একটু সত্যকাম হয়ে উঠি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন