প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক
Human relationship with nature
প্রকৃতিকে জানা জরুরী। প্রকৃতি নিজেকে পরিচালিত করে কিছু নির্দিষ্ট ও অলংঘনীয় নিয়ম মেনে। প্রকৃতির এই নিয়মকে জানা, তাই আরও জরুরি। মানুষের জন্য তার এই নিয়ম জানা, বোঝা ও তাকে প্রয়োগ করার (ব্যবহারিক জীবনে কাজে লাগানোর) সক্ষমতাই হলো শিক্ষা।
এই শিক্ষাকে কাজে লাগিয়ে তাকে জয় করা মানুষের জন্য আরও জরুরী। জয় করার পর ভালোবেসে তাকে বরণ করাই মানুষের কর্তব্য। তাকে শক্ত হাতে বেঁধে ফেলা কিংবা ত্রুটি চেপে ধরে তাকে বশ করা বা ডিঙিয়ে যাওয়া মানুষের জন্য অন্যায়।
ডিঙিয়ে গেলেই প্রকৃতি প্রতিশোধ নেবে। তা সামলানো মানুষের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তিকে হাত করে মুনাফাখোর কর্পোরেট খুঁজি সেটাই করে চলেছে বিশ্বজুড়ে।
বিস্তারিত করুন এখানে ক্লিক করে
১৮/৪/২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন