ধনতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর স্বরূপ
সরকার পাল্টায় কিন্তু সমাজ পাল্টায় না কেন?
ধনতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থায় বিশ্বাসী প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে একটি আরেকটির পরিপূরক। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
তাই প্রকৃতপক্ষে কোন সরকারের দুর্নীতির বা সাধারণ জনগণের ওপর চালানো শোষণ বা নির্যাতনের কোন বিচার হয় না। বিচারের দাবিতে আন্দোলন হয়, শুধুমাত্র ক্ষমতায় ফেরার তাগিদে। ক্ষমতায় আসলে তারা বেমালুম চেপে যায় দুর্নীতি শাসন নির্যাতন সম্পর্কে সঠিক বিচারের প্রক্রিয়াকে।
রাজনৈতিক দলগুলো আন্দোলন করে অন্যায় অবিচার বা দুর্নীতি রোধ করার জন্য নয়, করে ক্ষমতায় আসার জন্য।
ফলে সরকার পাল্টায়, কিন্তু সমাজ সংসার পাল্টায় না। অন্যায় অপরাধ দুর্নীতি কমে না, উল্টে আরও এক নতুন পর্বের সূচনা হয়। জনগণ সমাজ বদলের নেশায় অঘোরে শুধু জীবন দিয়ে যায়।
বদলা নয়, বদল চাই। শুনতে দারুন ভালো লাগে। মানবিক মূল্যবোধে মোড়া এই স্লোগানের মধ্যে রয়েছে এক দারুণ মন্ত্র যা রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি ভুলে যাওয়া এবং নিজেকে আর একজন শোষকে পরিণত করার কার্যকরী উপায়।
বদলা শব্দের মধ্যে যে প্রতিহিংসা রয়েছে তাকে তো মান্যতা দেয়া যায় না। কিন্তু বদলটা? সেটা তো নিশ্চিত করা যায়। কিন্তু তা তারা করে না। বদলা না নেয়ার অজুহাতে বদল করার কাজটা কেউ তারা ভুলে থাকে।
আমজনতার বিশেষ করে প্রান্তিক সমাজের হতদরিদ্র গরিব ও অবিচারের শিকার হওয়া মানুষগুলোর চাওয়া-পাওয়ার অধিকারকে পুঁজি করে এরা ক্ষমতায় আসে। গাল ভাড়া প্রতিশ্রুতি আর পরিকল্পনা নিয়ে মানুষের কাছে ভোট চায়। আর ভোট মিটে গেলে তারা আমজনতাকে ভুলে পুঁজিবাদের পক্ষে নীতি নির্ধারণ করে।
হতভাগা মানুষ বুঝতেই পারেন না, সমাজ বদল নয়, ক্ষমতার বদলই তাদের মূল লক্ষ্য।
ইলেকশনের পরে দ্রব্যমূল্য কমে? কমেনা, উল্টে বাড়ে। অথচ রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। হতদরিদ্র মানুষগুলো আশায় বুক বাধে দুবেলা দুটো পেট ভরে খেতে পারবে। চিকিৎসার ওষুধ কিনতে পারবে। কিন্তু নির্বানশ্রম শেষে ফল হয় উল্টো।
শকুন ভাগাড়ের আশেপাশের গাছগুলোতে ওত পেতে বসে থাকে। কখন একটা গরু মরবে, তারপর সেটার দখল নেবে। শেয়াল কুকুর সহ অন্যদের সরিয়ে দিয়ে মরার দখল নেবে। রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীরা মিডিয়ার রং বাহারি স্টুডিওয়ে মুখের রং লাগিয়ে অপেক্ষা করে আর পি এন পি সি করে। অপেক্ষা করে কবে একটি খুন বা ধর্ষণ কিংবা বড় ধরনের কোন অন্যায় সংঘটিত হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন