নিয়ম কী?
নিয়ম সেটাই, যেটা মানলে মানুষের লাভ হয়, আর ভাঙলে ক্ষতি। বাকিটা সংস্কার অথবা কুসংস্কার। ক্ষতি না হলে তা সংস্কার, আর ক্ষতি হলে কুসংস্কার।
সংস্কার আসলে বিশ্বাস নির্ভর কিছু রীতিনীতি, যা মানা বা না মানায় তেমন কিছু যায় আসে না, কিন্তু মানসিক শক্তি বৃদ্ধি পায়।
অন্যদিকে কুসংস্কার হল সেগুলো, যা মানলে ক্ষতি হয়।
তবে সংস্কার মানলে, কারও কারও মনের জোর তৈরি হয়। মনে রাখা দরকার, প্রকৃতপক্ষে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তা ক্ষতিই করে বেশি। কখনও কখনও তা মানুষকে ভয়ংকর ক্ষতির সম্মুখীন করে দেয়।
The rule is that, if followed, people will benefit, and if broken, they will lose. The rest is custom or superstition. If there is no harm, it is custom, and if there is harm, it is superstition.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন