মানুষের প্রকৃত কল্যাণ কীভাবে সম্ভব?
মানুষ ঘৃণা নিয়ে জন্মায়, জন্মায় ভালোবাসার অসীম ক্ষমতা নিয়ে। ঘৃণা করতে শেখায় তার সমাজ, তার পরিবার। কারণ, মানুষ জন্মগতভাবে ভালোবাসার অকৃত্রিম বন্ধনে আবদ্ধ থাকে এবং তা সে পায় তার মায়ের কাছ থেকে পাওয়া অকৃত্রিম ভালোবাসার সূত্র ধরে।
তাই মানুষ জন্মগতভাবে মানবতাবাদী, বিদ্বেষী নয়। বিদ্বেষী হয়ে ওঠে সমাজের ধান্দাবাজ ও কুচক্রী গোষ্ঠীর মদতে।
তাই আসুন, আমরা মানবতাবাদের চর্চা করি, বিদ্বেষের নয়। এতেই মানুষের প্রকৃত কল্যাণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন