Bubai Gupta হিন্দি থাকলে অসুবিধা নেই। কিন্তু আঞ্চলিক ভাষার মাথায় চেপে বসার চেষ্টা করলে প্রতিবাদ হবে।
হিন্দি বেশিরভাগ মানুষের কথ্য ভাষা একথা কিভাবে জানলেন? আমার মনে হয় কথ্য ভাষা সম্পর্কে আপনার ধারণায় অসম্পূর্ণতা রয়েছে। হিন্দি গুটিকতক রাজ্যের অফিসিয়াল ভাষা। বর্তমান সরকার এটাকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করছে।
দক্ষিণ ভারতের কোন রাজ্যের কথ্য ভাষা হিন্দি? বাংলার কথা বলছি না। সেটা আপনি জানেন। পূর্বভারতের কোন রাজ্যের? আচ্ছা পাঞ্জাব, গুজরাট, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, জম্মু কাশ্মীর, লাদাখ, কোন রাজ্যের কথ্য ভাষা হিন্দি?
বাকি থাকলো কটা?
সেখানেও দেখবেন তাদের কথ্য ভাষার মধ্যে ভিন্নতা আছে। যেমন পশ্চিম বাংলা এবং বাংলাদেশের বাংলা ভাষায় অনেকগুলি কথ্যরূপ আছে। নাম বলে দিলে মুখস্ত করতে আপনার-আমার অনেক দিন সময় লাগবে। তেমনই ওই বাকি রাজ্যগুলিরও একই অবস্থা। আমরা যে বাংলায় লেখাপড়া করি তা কলকাতা নামক একটা ক্ষুদ্র জেলার কথ্য বাংলা। আপনি কি জানেন এটাই পশ্চিমবাংলা ও বাংলাদেশের মান্য অফিসিয়াল ভাষা?
সুতরাং গুটি কতক রাজ্যের অফিসিয়াল ভাষাকে যা আসলে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অঞ্চলের (দিল্লির) কথ্যভাষা, তাকে বেশিরভাগ মানুষের কথ্য ভাষা বলে চালিয়ে দেওয়াটা মিথ্যা ভাষণ অথবা অজ্ঞতা বলেই মনে করবেন সচেতন মানুষ।
আশাকরি বিষয়টি পরিষ্কার করতে পেরেছি।
যাই হোক, ভালো থাকুন। জানার আগ্রহকে সীমাবদ্ধ না রেখে আরও এগিয়ে নিয়ে চলুন। শুভ মধ্যাহ্ন। আপনার জন্য শুভকামনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন