Nripen Mondal শুধু লেটে না, কমও বোঝে। আর শুধু পাঞ্জাবি নয়, বাঙালিও।
দেখুন না, স্বাধীনতা আন্দোলনে জেল খাটলো, ফাঁসি কাঠে ঝুললো কারা? পাঞ্জাবি এবং বাঙালিরাই।
আর আজ মধু খাচ্ছে কারা? আজ দেশ চালাচ্ছে যারা,তারা। যাদের একজনও জেল খাটেনি, কিংবা ফাঁসিতে ঝোলেনি। উল্টে ঠিক সময় বুঝে মুচলেকা দিয়ে ঘর গুছিয়ে নিয়েছে।
লেটে না বুঝলে কি এমন ঘটতো? ঘটতো না। উল্টোটা ঘটতো। তাই না?
কায়দা করে এই দুটো জাতিকে দুভাগে ভাগ করে এমন দুর্বল করে দিলো যে, ভারতীয় রাজনীতিতে তাঁরা থেকেও নেই। এঁরা কিছুই করতে পারলো না।
কি বলেন?😀😀
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন