Bhabani Sankar Chatterjee ছবিতে যে মানুষগুলোকে দেখছেন 'এতটা অবস্থাপন্ন' বলে যা বোঝাতে চাইছেন তা তো আমার মনে হচ্ছে না। আমার মনে হয় আপনি কৃষক ও কৃষিশ্রমিকের মধ্যে যে পার্থক্য সেটা গুলিয়ে ফেলেছেন। এখানকার কৃষিশ্রমিকদের সঙ্গে পাঞ্জাবের কৃষকদের এক ফ্রেমে রেখে দেখতে চাইছেন। তাই মিলছে না। তবে বাংলাসহ দেশের অন্যান্য কৃষকদের থেকে ওঁরা একটু সম্পন্ন। সেটা ওখানকার কৃষিব্যবস্থ্যার বিশেষ পরিকাঠামো ও সরকারের কিছু নীতির কারণে। সেটাই তুলে দিতে চাইছে সরকার। এটাই সমস্যার মূল।
আর সারাদেশে সবুজ বিপ্লব করা যায় নি সেটা পরবর্তী সরকারের ব্যর্থতা। সেজন্যই তো তাদের সরিয়ে বর্তমান সরকারকে জনগন ক্ষমতায় বসিয়েছেন। তাই তাদের ব্যর্থতা তুলে ধরে আজকের বিলের ক্ষতিকারক দিকগুলোকে কি আড়াল করার চেষ্টা করা উচিত? মনে হয় না।
উৎস দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন