দেশভাগ তথা বাংলাভাগ কারা করেছিলেন? এ দেশের যেখানে যাকে এই প্রশ্ন করবেন, সে-ই সবিস্ময়ে আপনাকে পাল্টা প্রশ্ন করবেন - কেন, জানেন না?
আপনার অজ্ঞতার জন্য লজ্জা পাওয়ার একমুহূর্ত অবকাশ না দিয়ে নিজেই সগর্বে উত্তর দিয়ে দেবেন। বলবেন, শুনুন, মুসলিমরা অর্থাৎ মুসলিম লীগ দেশভাগ তথা বাংলাভাগ চেয়েছিল এবং তাদের কারণেই দেশভাগ হয়েছিল! আর তিনি যদি ভক্ত হন, তাহলে তো কথাই নেই, তিনি সেই সঙ্গে মুসলিমদের এই ভুলের প্রায়শ্চিত্ত কীভাবে করতে হবে তারও বিধান দিয়ে দেবেন। একদম বিনামূল্যে।
কিন্তু সত্যিই কি মুসলিমরা দেশভাগ তথা বাংলা ভাগ চেয়েছিলেন? কী বলছে ইতিহাস? আসুন শুনে নেওয়া যাক দক্ষিন চাতরা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী নকুল চন্দ্র মল্লিকের বক্তব্য ও বিশ্লেষণ।
বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন