মানুষের দুরবস্থার কারণ কী ?
What is the cause of human misery?
মানুষ যখন যে পরিবেশে জন্মায়, সেই সময় ও পরিবেশকেই সে চিরকালীন ও চির-সত্য বলে ভাবতে শেখে।
কারণ, জীবনের বর্তমান অভিজ্ঞতা থেকে অতীত অবস্থাকে কোন ভাবেই জানা বা অনুধাবন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ, যা ইতিহাস নামে পরিচিত, তা পড়া।
লেখাপড়া ও পড়াশোনার মধ্য দিয়ে মানব সভ্যতার অতীত ইতিহাস না জানতে পারলে, একজন মানুষ, বুঝতেই পারবেন না, বর্তমান অবস্থার সূচনা কখন, কীভাবে হয়েছিল। কারাই-বা তার জন্য দায়ী। জানতে পারবেন না, তাদের উত্তরসুরীরা কোন্ কোন্ পলিসির মাধ্যমে এই অবস্থাকে এখনও টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
যারা এই সত্য জানতে পারেন না, তারা তার বর্তমান অবস্থার জন্য ঐশ্বরিক শক্তিকে দায়ী করে এবং তাঁর কৃপা প্রার্থনা করেতে করতেই জীবন কাটিয়ে দেয়। ফলে তার এই দূরবস্থার জন্য মূল অভিযুক্ত যারা, তারা যুগ যুগ ধরেই দায়মুক্ত থেকে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন