যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এত হইচই কেন?
Pareen Mehendi তুই তো আমাদের গর্ব। আমাদের অহংকার। যে যাই বলুক, তুই তোর জায়গায় থাকবি। দুঃখ করিস না। এদের ইগনোর কর। অযোগ্যরাই সংখ্যায় বেশি হয়, তাই তারাই বেশি স্পেস পেয়ে যায়। কিন্তু স্পেস দিয়ে যোগ্যতার মূল্যায়ন হয় না, অন্যায়ও, ন্যায় হয়ে যায় না।যাদবপুর গরীব ছেলেমেয়েদের ভরসার জায়গা। এত কম খরচে লেখা পড়ার সুযোগ গোটা ভারতে প্রায় নেই বললেই চলে। সেটাকে ধ্বংস করার চক্রান্ত চলছে না তো?
যা দেখছি, ভাবটা যেন এমন, অন্য কোন প্রতিষ্ঠানে এমন হয় না। তাই অন্যায়ের বিরুদ্ধে বলার চেয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলার হিড়িক লেগেছে।
এ যেন রোগীর রোগ নির্নয় ও সেই অনুযায়ী ট্রিটমেন্ট না করে রোগীকেই মেরে ফেলার নিদান দেওয়ার মতো মনে হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন