চাঁদের আনন্দ যেন খিদের কষ্টকে ভুলিয়ে না দেয়।
The joy of the moon should not forget the pain of hunger.
আমাদের বিজ্ঞান-গবেষণা চাঁদে পৌঁছেছে। এনিয়ে তো গর্ব করবই। কোনো প্রশ্ন চলবে না। কিন্তু মনে রাখতে হবে, চাঁদের আনন্দকে সামনে রেখে, কেউ যেন আমাদের খিদের কষ্টকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা না করে।
ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
সুতরাং বিজ্ঞানের অগ্রগতির পরিকল্পনার (মহাকাশ বিজ্ঞানের) সাথে সাথে আমাদের ক্ষুধাকেও জয় করতে হবে। আর সরকারকেই সে দায়িত্ব নিতে হবে। আমরা জানতে চাই মহাকাশ বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে ক্ষুধা জয় করার জন্য সরকার কোন কোন পরিকল্পনা গ্রহণ করছেন।
তা না যদি সরকার না পারে, তার প্রতিবাদ হবে। চন্দ্র বিজয়ের নাম করে ক্ষুধার কষ্ট ভুলিয়ে রাখার চেষ্টা হলে, তা মানা যাবে না। একথা যেন সরকার ও আমরা ভুলে না যাই।
---------xx--------
✍️ পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন