বেড়া দিয়ে দারিদ্র্য ঢেকে যদি বড়লোক প্রমাণ করতে হয়, বিদেশি ধনী দেশগুলোর কাছে, তার চেয়ে লজ্জার আর কী হতে পারে?
Shyamal Podder মন্তব্য করেছেন :এটাতো সমাজের সর্বস্তরেই আমরা দেখতে পাই, এতে অস্বাভাবিক কিছুতো নাই। বাড়িতে অতিথি এলে ঘরদোর গুছিয়ে পরিপাটি রাখার এই যে চেষ্টা এটাতো খারাপ কিছু না। বৃহদ ক্ষেত্রে রাষ্ট্র করলেই বা দোষ কিসের! কোন পরিবার কি নিজেদের দৈন্যতা অতিথির নিকট দেখাতে চায়? যার যার ক্ষমতার মধ্যেই লোকে অতিথির নিকট থেকে নিজেদের দৈন্যতা ঢাকতে চায় এবং এটা দোষের নয়। কোন বৈবাহিক সম্পর্ক তৈরিতে অতিথি এলেও লোকে সত্যিটা ওপর কিছু মিথ্যের ঢাকনা দিয়ে রাখে তা না হলেতো মানুষের মন যে নান্দনিকতাপ্রিয় ঐরকম ছোটখাট মিথ্যের আড়ালে সত্যকে না ঢাকলে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমস্যা হয়। এক্ষেত্রে মহাভারত থেকে অভয় বার্তা পাই যে ঐরকম করা দোষের নয়। বরঞ্চ ঐ ক্ষেত্রে বাস্তব সত্যিটাই অপ্রিয় সত্য হয়ে জটিলতার সৃষ্টি করে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আমার উত্তর :
Shyamal Podder সবাই করলেই তা ঠিক — এটা আমার মতে অযৌক্তিক। লুকিয়ে রেখে যে সম্পর্ক তৈরি হয় তা পারিবারিক অশান্তির জন্ম দেয়। আমাদের দেশে একারণেই পারিবারিক হিংসা বড্ড বেশি। একটা মিথ্যাকে ঢাকতে গেলে আরও চারটে মিথ্যা বলতে হয়। তাকে ঢাকতে আরও আটটা মিথ্যার আশ্রয় নিতে হয়। এভাবে সম্পর্ক জটিল আকার ধারণ করে। মিথ্যাকে আশ্রয় করে যা গড়ে তুলবেন, তার ফল ভালো হবে না। হতে পারে না। তাই এটা এক ধরণের লজ্জাজনক অন্যায়।
কোন অন্যায় অধিকাংশ মানুষ করলেই তা ন্যায় হয়ে যায় না। নিশ্চয়ই এ অপরাধ মানুষ খুন করার মত অপরাধ নয়। তাই কঠিন শাস্তিযোগ্য অপরাধ বলে তা বিবেচিতও হয় না। তবে নিশ্চয়ই এটা লজ্জাজনক।
সত্যের ওপর দাঁড়িয়ে কোন কাজ করলে এই ধরণের কোন সমস্যার সম্মুখীন হতে হয় না। তাই তো বলা হয়, সত্যম শিবম সুন্দরম।
সত্য কখনও অপ্রিয় হয় না। সত্যের পক্ষে বেশি মানুষ থাকে না বলেই কখনও কখনও সত্যকে অপ্রিয় দেখায়। কিন্তু এই অপ্রিয় সত্য কখনও মিথ্যার সমতুল্য হয় না।
পারিবারিক বিষয় দিয়ে রাষ্ট্রীয় বিষয় ব্যাখ্যা করা যায় না। কারণ, দুটোর উপাদান এবং গঠনগত ও পরিচালনগত পার্থক্য বিস্তর।
মহাভারত একটি সাহিত্য গ্রন্থ। কোনো নীতি শাস্ত্র বা আইন শাস্ত্র নয়। তাই তার ওপর ভিত্তি নেওয়া সিদ্ধান্ত যথাযথ বা বাস্তব সম্মত হবে না। তর্কের খাতিরে নীতি শাস্ত্র আইন শাস্ত্র হিসাবে মেনে নিলেও তা আজকের পটভূমিতে আর গ্রহনযোগ্য থাকে না। কারণ, সময় পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধ পাল্টে যায়। তাই পুরনো ধ্যান ধারণা কার্যকর করা যায় না।
যায় হোক, ভালো থাকবেন। সাথি।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন