প্যালেস্টাইনের পক্ষে ভারতের ভোটদান
গুতো খেয়ে, সরকার বোধ হয় বুঝেছে, আমেরিকা আর ইসরাইল কী জিনিস! তাই প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে।
— আলী হোসেন। ফেসবুক।
একটু ভুল হচ্ছে,, পুরোটা শোনেন নি হয়তো ,,
বলেছে ,, হামাস কে বাদ দিয়ে প্যালেস্তাইন কে সমর্থন জানিয়েছে ,, আর আপনি আর আমি দুজনেই জানি ,, ইসলাম দেশ আর জঙ্গি সংগঠন,, কোন দিন আলাদা হতেই পারবে না ,,
Bittu Dutta তাই! তা এই কথাটা বলতে দশ বছর লাগলো কেন? তার কী ব্যাখ্যা আছে? প্যালেস্টাইন সম্পর্কে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনেছেন? তারই বা কী ব্যাখ্যা দেবেন?
Ali Hossain ব্যাখ্যা পরিস্কার,, ইরান ও আরব দেশ গুলোর সাথে আমাদের ব্যাবসার সম্পর্ক ভালো ,, আর ইসরাইল আমাদের পরম বন্ধু,, শুধু ধর্ম দিয়ে বিচার নয় ,, প্রতিটা ভারত বাসীর ইসরাইল কে সমর্থন করা উচিত,, সেই কারগীল যুদ্ধ থেকে তারা আমাদের পূর্ন সমর্থন জানিয়ে আসছে ,, প্রয়োজনে সমস্ত টেকনোলজি দিয়েছে,, অস্ত্র দিয়েছে ,, কিন্তু বেঁচে থাকতে গেলে লোকসমাজে অনেক কিছু বলতে হয় ,,
Bittu Dutta ব্যবসার সম্পর্কও তো নতুন না। তাহলে? আর রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু তো হয় না। ট্রাম্পের সঙ্গে এত গালাগালি পরও এই ধাক্কা কি ইসরাইল সম্পর্কে মোহভাঙ্গার জন্য যথেষ্ট নয়? আমেরিকা ও ইসরাইল দুটোই ঘোর সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যবাদীরা কখনো কারও মিত্র হয় না।
‘শুধু ধর্ম দিয়ে বিচার হয় না’ বললেন। অথচ প্রথম মন্তব্যেই ধর্মকে টেনে আনলেন। এবং ইসলাম সম্পর্কে বিষোদগার করলেন। অথচ আমার পোস্ট ধর্ম সংক্রান্ত ছিল না। তাহলে? এবিষয়ে আপনার এই মন্তব্যের উত্তর পরের পোস্টে দেবো। তবে আপনি চাইলে আমার এই লেখাটি পড়তে পারেন। লেখাটি এই মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ হয় নি। তবে খুব তাড়াতাড়ি শেষ হবে তখন আর একবার দেখে নিতে পারেন।
Ali Hossain ভারতের ইতিহাস বলছে ,, রাশিয়া ও ইসরাইল ভারতের সবথেকে পরম বন্ধু,, গোটা ভারত বাসী ইসরাইলের সমর্থনে আছে।
Bittu Dutta ১৯১৭ রুশ বিপ্লবের পর থেকে রাশিয়া ভারতের বন্ধু ছিল। এখনো আছে। ইসরাইল কোনো দিন ভারতের বন্ধু ছিল না। ইদানিং হয়েছে। এবং সবাই ইসরাইলকে ভারতের বন্ধু ভাবে না। কারণ, ভারতের বহুত্ববাদী রাষ্ট্রদর্শনের সঙ্গে ইজরাইল একমত হয়নি কখনও। এবং প্যালেস্টাইনকে তারা স্বীকারই করে না।
এছাড়া পরের প্রযুক্তি দিয়ে কখনো নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তাই এই ধরনের বন্ধুত্ব যেকোনো সময় গলার কাঁটা হয়ে উঠতে পারে। তাই সাবধানতা জরুরি। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা এভাবেই দেখেন। ইসরাইল বর্তমানে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বড় দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকা ছাড়া আর কেউ পাশে নেই। নিজস্ব প্রযুক্তির জোরে সে দাদাগিরি করছে। এমন দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি খাপ খায় না। আমেরিকা পাল্টি খেয়েছে যেমন, ইসরাইলের পাল্টি খেতেও সময় লাগবে না। এখন তার ভারতকে দরকার আছে, তাই ভারতকে প্রযুক্তি দিচ্ছে। যেদিন থাকবে না, এসব প্রযুক্তি ব্যবহারের অনুমতিই দেবেনা সে। ওদের দুর্দিন কেটে গেলই আমেরিকার মতো ওরাও পাল্টি খাবে। মিলিয়ে নেবেন।
পাঠকের আরও প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন