সত্য সহজবোদ্ধ নয় :
The truth is not easy to understand
সত্যকে সহজে দেখা যায় না। কারণ, সত্য নিজে একটা অদৃশ্য মোড়কে মুড়ে রাখে। এই মোড়ক তাকে সুরক্ষা দেয়, তাকে মূল্যবান করে তোলে।আমরা শরীরের মূল্যবান অংশগুলিকে বাইরে থেকে দেখতে পাই না। অথচ তারাই আমার দেহের মূল চালিকাশক্তি। সেই চালিকাশক্তি হলো সত্য। সে নিজেকে রক্ষা করছে, ত্বক, পাঁজর, চুল ইত্যাদি বাইরের মোড়কের সাহায্যে। আমরা দেখছি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। কিন্তু সত্য বলছে, সূর্য নাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।
সুতরাং সত্যকে উপলব্ধি করতে গেলে নিবিড় গবেষণা প্রয়োজন। লেখাপড়া শেষ করে, এর জন্য প্রয়োজন হয়, জগৎ ও জীবন সম্পর্কে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক পড়াশোনা। প্রয়োজন হয় পরীক্ষা, পর্যবেক্ষণ সহ সর্বাধুনিক গবেষণার রীতিনীতি ও টুলস ব্যবহার করার সক্ষমতা। আমি যদি তা না করি, আমার কাছে যা সত্য হিসাবে উপস্থিত হবে, তা সব সময় সত্য নাও হতে পারে, হতে পারে সত্যের আবরণ।
সুতরাং আপনি যা সহজেই বুঝে ফেলেন, তা প্রকৃতপক্ষে সত্য নাও হতে পারে। একজ দেখছেন, মুসলিম ধর্ম-বিশ্বাসীরা সাম্প্রদায়িক। তারাই দেশে একমাত্র মৌলবাদী। তার সামনে রয়েছে গাদা গাদা দৃষ্টান্ত যা দিয়ে তা প্রমাণ করা যায়। আরেকজন দেখছেন, মুসলিমরা কোথায় মৌলবাদী! প্রকৃত মৌলবাদী তো হিন্দু সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন